আমাদের কথা খুঁজে নিন

   

বিমানটি খুঁজে পেতে সবই করা হবে: টনি অ্যাবট

অস্ট্রেলীয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবটের বলেন, 'মানুষের পক্ষে যা যা করা সম্ভব, মালয়েশীয় বিমানটি খুঁজে পাওয়ার ব্যাপারে সবই করা হবে। ' আজ শুক্রবার এ অঙ্গীকারকে সামনে রেখে দেশটির পক্ষ থেকে নতুন করে অনুসন্ধানের কাজ শুরু করা হবে।

অস্ট্রেলীয়ার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস প্রদানকারী কর্মকর্তারা বলেছেন, সাগরের যে এলাকায় অনুসন্ধানকাজ শুরু হবে, সেখানে আবহাওয়া ক্রমে অনুকূলে চলে আসছে। এটি বিমানটি অনুসন্ধানে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। আজ এএফপির খবরে এ কথা জানানো হয়।

বিমানটি নিখোঁজ হওয়ার ১৩ দিন পর স্যাটেলাইটের চিত্রে সাগরে দুটি বস্তু ধরা পড়েছে, যা ফ্লাইট এমএইচ ৩৭০-এর ধ্বংসাবশেষ হতে পারে বলে মনে করা হচ্ছে।

ওই বস্তু নিখোঁজ বিমানটিরই ধ্বংসাবশেষ কি না, এ ব্যাপারে নিশ্চিত হতে জোর অনুসন্ধান চলছে, গতকাল পার্লামেন্টে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট এ কথা বলেন। প্রধানমন্ত্রীর এ ঘোষণার পর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের চারটি বিমান দক্ষিণ-পশ্চিমে ভারত মহাসাগরে ২৩ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিমানটির অনুসন্ধান চালিয়েছে।

নিচের দিকে মেঘ থাকায় ওই সব বিমান থেকে উল্লেখযোগ্য তেমন কিছু দেখা যায়নি। সাগরের ওই অংশে নরওয়ের একটি জাহাজও রয়েছে বলে জানানো হয়েছে।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.