অস্তরাঙা সূর্য থেকে-
একটু আবির নিয়ে,
আসবে গো কী সামনে আমার
স্বপ্ন রাঙা হয়ে?
সাঁঝ আকাশের ধূসর রঙে-
হাসির ঝিলিক ছড়িয়ে,
জ্বলবে নাকি নতুন বেশে
সন্ধ্যা তারা হয়ে?
চোখের কালোয় একটু করে-
ভরবে আকাশ টাকে?
নাকি ঝড়ের তানপুরাতে
যাবে আমায় ডেকে!
কখনো কী চাঁদের সাথে-
ছড়াবে আলো অল্প?
বলোনা গো কোন রূপেতে
লিখবো তোমার গল্প!
রচনাকালঃ 10/09/2008
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।