আমাদের কথা খুঁজে নিন

   

হৃদরোগের চিকিৎসায় মদ :O :O :O

তেমন কিছুই নাই :( অনিয়িমিত হৃদকম্পনের চিকিৎসায় প্রথাগত পদ্ধতি কাজে না আসায় ইনজেকশন হিসাবে ধমনীতে ‘মদ’ দিয়ে এক বৃদ্ধের জীবন বাঁচিয়েছেন ব্রিটিশ চিকিৎসকরা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এ সমস্যাকে ‘ভেনট্রিক্যুলার টাকিকার্ডিয়া’ বলা হয় যা সঠিক সময়ে ধরা না পড়লে মৃত্যু পর্যন্ত হতে পারে। ৭৭ বছর বয়সী রোনাল্ড অ্যাডম নামের ওই রোগীকে সুস্থ করতে প্রথমে প্রচলিত চিকিৎসা পদ্ধতি প্রযোগ করা হয়। কিন্তু এতে কাজ না হওয়ায় অপ্রচলিত পদ্ধতিতে অ্যালকোহল দিয়ে চিকৎসার পথ বেছে নেন তারা। ইথানল (বিশুদ্ধ অ্যালকোহল) প্রয়োগের মাধ্যমে হৃদযন্ত্রের কিছু মাংসপেশীকে নিষ্ক্রিয় করে তার জীবন বাঁচানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এর আগে একমাত্র যুক্তরাজ্যেই কয়েকবার এ পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। ব্রিস্টন হার্ট ইন্সটিটিউটের হৃদচিকিৎসক ডা. টম জনসন বলেছেন, অ্যাডাম এখন “যথেস্ট ভাল” আছেন। আমাদের হাতে এছাড়া কোন উপায় ছিল না। অ্যাডম বলেন, “তারা ওই পদ্ধতি প্রয়োগ না করলে আজ আমি এখানে থাকতাম না।” উৎস Click This Link


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.