আমাদের কথা খুঁজে নিন

   

শেখ জামালের কাছে জাতীয় দলের হার

শিষ্যদের প্রস্তুতিতে সন্তুষ্টি প্রকাশ করেছিলেন প্রধান কোচ লোডডিক ক্রুইফ। তিনি বলেছিলেন এভাবে মাঠে লড়তে পারলে সাফ চ্যাম্পিয়নশিপে বড় ধরনের সাফল্য আশা করা যায়। কিন্তু নেপালে যাওয়ার আগে অনুশীলন ম্যাচে জাতীয় দলের পারফরম্যান্স দেখে ক্রুইফ ক্ষুব্ধ হয়। ঈদের পর প্রথম ম্যাচে বাফুফে একাদশের সঙ্গে ২-১ গোলে জিতলেও পারফরম্যান্স ছিল হতাশাজনক। গতকাল নেপালে যাওয়ার আগে সম্ভবত শেষ অনুশীলন ম্যাচে এমিলিরা যে নৈপুণ্য প্রদর্শন করেছেন তা দেখে কোচ হতবাক। শেখ জামাল ধানমন্ডির সামনে এমিলিরা যেন দাঁড়াতেই পারছিলেন না। বিদেশিনির্ভর শেখ জামাল শুরু থেকেই জাতীয় দলকে কোণঠাসা করে রেখেছিল। ২-০ গোলে এগিয়ে গেলেও শেষের দিকে নিজেদের ভুলে শেখ জামালকে ১ গোল হজম করতে হয়েছে।

শোনা যাচ্ছে শনিবারই ক্রুইফ জাতীয় দলের চূড়ান্ত নাম ঘোষণা করবেন। আরও আগেই দল ঘোষণা করা হলেও একেক দিন একেক খেলোয়াড়ের পারফরম্যান্স ভিন্ন হওয়াতে চূড়ান্ত দল ঘোষণা করা সম্ভব হয়নি। গতকালতো পুরো দলকেই ফ্লপ বলতে হয়। সুতরাং শনিবার ২০ সদস্যের চূড়ান্ত দলের নাম ঘোষণা করতে ক্রুইফকে একটু কষ্ট পেতে হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.