আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে মোবাইলের ব্লুটুথ/ওয়াইফাই দিয়ে পিসি কন্ট্রোল করা যায়। আজ দেখাবো কিভাবে এন্ড্রয়েড মোবাইল দিয়ে আপনার পিসি কন্ট্রোল করবেন। তবে আপনার মোবাইল এবং পিসি তে ওয়াইফাই/ব্লুটুথ থাকতে হবে।
আরেকটি কথা সফটওয়্যারগুলো আনরুট করা এন্ড্রয়েড মোবাইলে চলবে কিনা শিওর না, চলতেও পারে। আনরুট করা এন্ড্রয়েড মোবাইলে না চললে রুট করুন। এটা নিয়ে অনেক টিউন আছে। তারপরেও না পারলে আমাকে মেইল করবেন আশা করি হেল্প করতে পারব।
প্রথমে নিম্মের লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন।
এখানে দুটো সফটওয়্যার আছে। দুটো সফটওয়্যারেরই ব্যাবহার আমি দেখাবো। একটি সফটওয়্যার ট্রায়াল ভার্সন এবং অন্যটি ফুল ভার্সন। প্রথমে ট্রায়াল ভার্সনটির সম্পরকে লিখলাম। হতাশ হবেন না, পরে ফুল ভার্সন নিয়েও লিখেছি।
সফটওয়্যারটি ট্রায়াল হলেও একদম সিম্পল এবং ব্যাবহার করাও সহজ। আমি কখনও ওটার ফুল ভার্সন পেলে আপলোড করে দিব এবং কারো কাছে আরও ভালো কোন সফটওয়্যার থাকলে জানাবেন আমরা সবাই উপকৃত হবো।
এবার কাজের কথায় আসি -
ডাউনলোড পিসি কন্ট্রোল সফটওয়্যার
(১) ইন্সটল করার পদ্ধতি (PC Remote Controller) এটা ট্রায়াল ভার্সন এবং ওয়াইফাই লাগবে, ব্লুটুথ সিস্টেম নাই
এবার সফটওয়্যারটি নিম্মেরমত করে ইন্সটল করুন (পিসির জন্য )
সফটওয়্যারটি ক্লোজ করবেননা। এবার নিম্মেরমত করে আপনার আইপি অ্যাড্রেস বাহির করুন
নিম্মেরমত উইন্ডো আসলে সেখানে ipconfig লিখে enter চাপুন
নিম্মের স্ক্রীন থেকে আইপি অ্যাড্রেস নিন
এবার সফটওয়্যারটি নিম্মেরমত করে ইন্সটল করুন (এন্ড্রয়েডের জন্য)
ইন্সটল করা শেষ হলে রান করুন। নিম্মেরমত স্ক্রীন পাবেন।
এখানে আপনার পিসির আইপি অ্যাড্রেস দিন
এবার এড করা কম্পিউটারটি সিলেক্ট করুন। নিম্মেরমত স্ক্রীন পাবেন। সেখান থেকে রিমোট কন্ট্রোল সিলেক্ট করুন অথবা আপনার যা দরকার সেটা করুন। রিমোট কন্ট্রোল সিলেক্ট করলে নিম্মের মতো স্ক্রীন পাবেন
কাজ শেষ এবার উপভোগ করুন আপনার ইন্সটল করা সফটওয়্যারটি।
(২) ইন্সটল করার পদ্ধতি (Unified Remote Controller) এটা ফুল ভার্সন।
এই সফটওয়্যারে আপনি ব্লুটুথ এবং ওয়াইফাই দুটো দিয়েই পিসি কন্ট্রোল করতে পারবেন
এবার সফটওয়্যারটি নিম্মেরমত করে ইন্সটল করুন (পিসির জন্য )
এবার সফটওয়্যারটি নিম্মেরমত করে ইন্সটল করুন (এন্ড্রয়েডের জন্য)
এবার এই লিস্ট থেকে আপনার কাঙ্ক্ষিত ডিভাইসটি সিলেক্ট করুন। এখানে ব্লুটুথ এবং ওয়াইফাই উভয় ডিভাইস দেখাবে। এরপর নিম্মেরমত করে কাজ করুন
এবার নিম্মেরমত স্ক্রীন পাবেন। এখান থেকে রিমোট সিলেক্ট করুন। পিসি অ্যাক্সেস করা শুরু হবে।
যদি আপনি নিউ ডিভাইস এড অথবা কোন ডিভাইস ডিলিট করতে চান তবে নিম্মেরমত কাজ করুন
রিমোটে ক্লিক করলে পিসি কন্ট্রোল করার অনেক অপশন পাবেন। নিম্মে কিছু স্ক্রীনশট দেওয়া হল
বেসিক ইনপুট সিলেক্ট করলে নিম্মের মতো স্ক্রীন পাবেন। এটা দিয়ে পিসির মাউস কন্ট্রোল করতে পারবেন
অনেক সুন্দর ফিচার আছে এই সফটওয়্যারে। একটু ঘাটাঘাটি করুন । আমি ওয়াইফাই দিয়ে কন্ট্রোল করা দেখালাম।
ব্লুটুথ দিয়েও একিরকম কাজ করা যাবে। প্রক্রিয়াও একিরকম। সার্ভারে ব্লুটুথ ডিভাইস সিলেক্ট করুন। যদি পেয়ারড করতে হয় করুন। কাজ শেষ।
আশা করি কাজে লাগবে অনেকের যারা এন্ড্রয়েড দিয়ে পিসি কন্ট্রোল করতে চান।
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
এবার একটু অন্য প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। আমি টেকটিউনসে অ্যাকাউন্ট করেছি বেশিদিন হয়নি কিন্তু আমি অনেক বছর ধরে এখানের পোস্টগুলো পড়ি। অনেককিছু শিখেছি এখান থেকে । একসময় ভয় লাগতো কি পোস্ট করব কারন যেটাই পোস্ট করতে যাই দেখি ওটা নিয়ে কেও পোস্ট করেছে।
তারপরও ইচ্ছে ছিল কোন একদিন লিখব। আমি পোস্ট করা শুরু করি গত বছরে। যদিও আমি রেগুলার পোস্ট করিনা। আমরা যারা পোস্ট করি তারা অনেক কষ্ট করে অনেককিছু ভেবে করি। খেয়াল রাখতে হয় পোস্ট যেন সবার কাছে সহজে বোধগম্য হয় ।
তারপরেও হয়ত অনেকে বুঝতে পারেন না অথবা পোস্টে দেখানো নিয়মে কাজ করতে পারেন না। আপনারা না বুঝলে কমেন্ট করবেন চেষ্টা করব সলিউশন করার। আর যদি কোন ভুল হয় সেটা ধরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আরেকটি কথা ডাউনলোড করা নিয়ে কোন সমস্যা হলে আমাকে মেইল করবেন আমি লিঙ্ক পাঠিয়ে দিব রিপ্লাইয়ে।
ইমেইলঃ azimmahmood@gmail.com
ধন্যবাদ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।