ঢাকা কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল কলেজের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে পুলিশ বাধা দিলে এ ঘটনা ঘটে। পরে তারা প্রায় আধ ঘণ্টা রাস্তা অবরোধ করে ওই কর্মসূচি পালন করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা কলেজের সামনে অবস্থান কর্মসূচির জন্য একত্রিত হয়। পুলিশ তাদের কাউকে প্রধান ফটকের সামনে অবস্থান করতে না দিয়ে জোর করে কলেজ প্রাঙ্গণে প্রবেশ করিয়ে মূল ফটক আটকে দেয়। প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর শিক্ষার্থীরা মিছিল নিয়ে ২নং গেট (উত্তর ফটক) দিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে রাস্তায় বিক্ষোভ করে। পুলিশ সেখানে বাধা দিলে শিক্ষার্থীদের সঙ্গে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে তাদের পেছন দিক থেকে লাঠিচার্জ করে পুলিশ। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে শিক্ষার্থীরা চড়াও হয়ে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। ওই সময় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এদিকে দাবি আদায়ে শিক্ষার্থীরা আগামী ১৮ মার্চ ছাত্র ও সংহতি সমাবেশ, ২০ মার্চ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবে বলে জানিয়েছে। অন্যদিকে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসির আরাফাত বলেন, ঢাকা কলেজ শিক্ষার্থী ধাওয়া-পাল্টা ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।