আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীপুর উপজেলা নির্বাচন স্থগিত

সহিংস ঘটনার পর অনুকূল পরিবেশ না থাকায় গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন স্থগিত ঘোষণায় বিক্ষোভ করেছে নির্বাচনে ১৯ দলের মনোনীত প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা। নির্বাচন স্থগিতের খবরে গতকাল শ্রীপুর বাজারে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তবে আওয়ামী লীগের প্রার্থী বা দলীয় নেতা-কর্মীরা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। গাজীপুর জেলা নির্বাচন অফিসার হাসানুজ্জামান জানান, নির্বাচনের পরিবেশ না থাকায় নির্বাচন কমিশন আসন্ন গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে। গতকাল বিকাল পৌনে ৫টায় মোবাইল ফোনে নির্বাচন কমিশন থেকে তাকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ঘোষিত তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী আগামী ১৫ মার্চ এখানে নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। ১৯ দলীয় জোট প্রার্থীর নিশ্চিত বিজয় দেখে সরকার শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে বলে দাবি করেছেন ১৯ দলীয় জোট প্রার্থী আব্দুল মোতালেব। তিনি প্রশ্ন তুলে বলেন, তাহলে কি সন্ত্রাসীদের কাছে সরকার হেরে গেছে? নির্বাচন বন্ধ করে দেওয়া সরকারের নতুন চাল বলেও তিনি দাবি করেছেন।

অন্যদিকে, শ্রীপুরে আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক আল আমীন শেখের বাবা আবুল হোসেন বাদী হয়ে গতকাল শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। শ্রীপুর থানার ওসি জানান, মামলায় শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সবুজকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া মামলায় তারই ছোট ভাই সাখাওয়াত হোসেন দ্বিতীয়, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান তৃতীয় এবং মেয়রের ছোট ভাই হাফিজুর রহমান চতুর্থ অভিযুক্ত। এ ছাড়া চিহ্নিত ৩৫ জন এবং অজ্ঞাত ৬০ জনসহ সর্বমোট ৯৫ জন অভিযুক্ত। গত ৭ মার্চ দুপুর ২টার দিকে শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল বরমী ইউনিয়নের সিটপাড়া গ্রামের একটি মসজিদে নামাজ আদায় শেষে বের হলে র্যাব তাকে আটক করে নিয়ে যায়। তার আটকের খবরে স্থানীয় ভোটার ও তার কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় তার মুক্তির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা, ঢাকা-কাপাসিয়া সড়কের রাজাবাড়ী, রাজেন্দ্রপুর সড়ক ও শ্রীপুরের অভ্যন্তরীণ উপজেলা সদরের সঙ্গে ইউনিয়ন সংযোগ সড়কগুলোতে অবরোধ সৃষ্টি করে। একইদিন বিকাল সোয়া ৪টার দিকে জলিলকে ছেড়ে দেওয়া হয়। এদিকে, আওয়ামী লীগের দুই প্রার্থীর মধ্যে সমঝোতার উদ্দেশ্যে দলীয় কার্যালয়ে শনিবার সকাল ১০ টায় পূর্ব নির্ধারিত সভায় দুই পক্ষের সমর্থকরা জড়ো হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় জেলা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইকবাল হোসেন সবুজের কর্মী সমর্থকেরা মুহুর্মুহু গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে শ্রীপুর বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। এ সময় গুলি ও লাঠির আঘাতে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক আল আমীন শেখ আহত হন। পরে আব্দুল জলিলের সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে অস্ত্রধারীদের ধাওয়া করে। এ সময় তারা সবুজের সমর্থকদের ব্যবহৃত সাতটি মোটরসাইকেল, একটি মাইক্রোবাসে অগি্নসংযোগ ও প্রায় অর্ধশত মোটরসাইকেল ভাঙচুর করে। এসব ঘটনায় রবিবার রাতে শ্রীপুর থানায় দুটি মামলা হয়। একটিতে বাদী হয়েছেন শ্রীপুর থানার উপ পরিদর্শক কবির হোসেন। এ মামলায় মোট ৩০০ জনকে অভিযুক্ত করা হয়।

অপর মামলায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইকবাল হোসেন সবুজের ভাই সাখাওয়াত হোসেন বাদী হন। ওই মামলায় শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুন্নবী আকন্দ, শ্রীপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, সোলায়মানসহ চিহ্নিত ১০ ও অজ্ঞাতনামা ৫০ জনকে অভিযুক্ত করা হয়।

এদিকে, রবিবার রাতে আহত ছাত্রলীগ নেতা আল-আমিন মারা যান। সোমবার বিকাল সাড়ে পাঁচটায় তার জানাজা উপজেলার উজিলাবো গ্রামের স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়।

আওয়ামী লীগের দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার পরদিন রবিবার দুপুরে চিহ্নিত দুই অস্ত্রধারীকে শটগানসহ আটক করে গাজীপুর জেলা পুলিশ। এদিন সন্ধ্যা সোয়া ৬টায় গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন এক প্রেস ব্রিফিংয়ে গ্রেফতারকৃতদের হাজির করে জানান, শ্রীপুরের রাজেন্দ্রপুর ও চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন সবুজের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় দুটি শটগান উদ্ধার করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.