আমাদের কথা খুঁজে নিন

   

ফিল্ম সাউথ জুরি অ্যাওয়ার্ড পেল 'শুনতে কি পা&#

চলচ্চিত্র 'শুনতে কি পাও!' এবার নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ফিল্ম সাউথ এশিয়াতে জুরি অ্যাওয়ার্ড জিতেছে। এক মেইলের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক কামাল আহমেদ সাইমন। ৩ অক্টোবর থেকে ৬ অক্টোবর অনুষ্ঠিত প্রামাণ্য উৎসব ফিল্ম সাউথ এশিয়ার মূল আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল বাংলাদেশের এই সিনেমা।

এদিকে এই আয়োজনের ওয়েব সাইটে ৬ অক্টোবর পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রেস নোটে জানানো হয়েছে, এবারে এতে প্রতিযোগিতা ক্যাটাগরিতে মোট ৩৪টি সিনেমা অংশ নেয়।

সিনেমাটি এশিয়ার প্রাচীনতম প্রামাণ্য উৎসব ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত জাপানের ইয়ামাগাতার প্রতিযোগিতা 'নিউ এশিয়ান কারেন্ট'র জন্য নির্বাচিত হয়েছে। এশিয়ান নির্মাতাদের মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় এ বছর ৬৩টিরও বেশি দেশ থেকে ৬০৮টি সিনেমার মধ্যে থেকে বাছাইকৃত মাত্র ১৯টি সিনেমার নির্মাতাদের আমন্ত্রণ জানানো হয়েছে, যাদের সিনেমা আগে কখনো এখানে দেখানো হয়নি। এ বছর বাংলাদেশের পাশাপাশি ইন্দোনেশিয়া, জাপান, ফিলিপাইন, চীন, ভারত, কোরিয়া, সিঙ্গাপুর, আফগানিস্তান, ভিয়েতনাম, হংকং এবং ফিলিস্তিনের ছবি অংশ নিচ্ছে প্রতিযোগিতায়।

এদিকে সিডনিতে ২ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় অস্ট্রেলীয় আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসব এন্টেনার মূল আন্তর্জাতিক প্রতিযোগিতায় 'শুনতে কি পাও!' আমন্ত্রণ পেয়েছে। এতে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, ভারত, ডেনমার্ক, বুলগেরিয়াসহ অনেক দেশ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.