আমাদের কথা খুঁজে নিন

   

বগ বডি আর মমি এক নয়

মমি আর বগ বডি কিন্তু এক নয়। মমি বলতে বোঝানো হয় সেসব বডি বা শরীর যেগুলো বিভিন্ন কেমিক্যালের সাহায্যে বিভিন্ন প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়। অর্থাৎ মমি তৈরির জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়া বা ধাপের মাধ্যমে যেতে হয়। আর মানুষ একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে মৃতদেহ সংরক্ষণ করে রাখার জন্য মমি তৈরি করে থাকে। অন্যদিকে বগ বডি হলো প্রাকৃতিকভাবে যেসব বডি সংরক্ষণ হয়ে থাকে। পিট বগ নামের এক ধরনের জলজ জমিতে পড়লে প্রাকৃতিকভাবেই মৃতদেহ সংরক্ষিত থেকে যায়। আর সংরক্ষিত হয়ে যাওয়া এসব বডিকেই বলে বগ বডি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেকগুলো বগ বডি নষ্ট হয়ে যায়। এ ছাড়া মাটির নিচে যেখানে সংরক্ষিত ছিল আবিষ্কারের পর সেভাবে আর সংরক্ষণ করা হয়নি। ফলে বগ বডিগুলো নষ্ট হয়ে যায়। সে কারণে বর্তমানে মাত্র অর্ধশত বগ বডিস টিকে আছে। বগ বডিস মূলত জার্মানি, ব্রিটেন, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড ও ডেনমার্কে পাওয়া যায়।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.