আগামী ৫ অক্টোবর খালেদা জিয়ার সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে শোভা পাচ্ছে বিএনপি নেতাদের পক্ষ থেকে লাগানো বিলবোর্ড। সরেজমিন দেখা গেছে, চৌহাট্টা-রিকাবীবাজার ভিআইপি সড়কের রোড ডিভাইডার ও সড়কের পাশে লাগানো বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিলবোর্ড দখল করে নিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। এগুলোতে বিভিন্ন নেতাদের সৌজন্যে খালেদা জিয়াকে সিলেটে স্বাগত জানিয়ে ডিজিটাল প্যানা লাগানো হয়েছে। এ ছাড়া নগরীর আম্বরখানা, সুবিদবাজার, লামাবাজার, জিন্দাবাজার, বন্দরবাজার, সোবহানীঘাট, উপশহর, শিবগঞ্জ, মিরাবাজার, সুবিদবাজারেও একই চিত্র। এগুলোর মধ্যে বেশির ভাগই সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবীন চৌধুরী, সাবেক এমপি কলিম উদ্দিন মিলন প্রমুখ নেতাদের ছবিসংবলিত ব্যানার লাগানো। বিলবোর্ড দখলে বাদ যাননি ছোট নেতারাও। বিভিন্ন ওয়ার্ড কমিটির ছোট নেতারাও যার যার মতো করে বিলবোর্ড দখল করে নিজের ছবি দিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে ব্যানার লাগিয়েছেন। এ ব্যাপারে সিলেট মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নাসিম হোসাইন বলেন, খালেদা জিয়ার সফরকে কেন্দ্র করে সিলেটে উৎসবের আমেজ বিরাজ করছে। তাই আনন্দে উদ্বেলিত নেতা-কর্মীরা খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে ব্যানার লাগাচ্ছেন। ৫ অক্টোবরের সমাবেশের পর এগুলো খুলে নেওয়া হবে। প্রসঙ্গত, এর আগে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ডিজিটাল ব্যানার দিয়ে দখল করে নেওয়া হয়েছিল নগরীর বিলবোর্ডগুলো। গত দুই দিন থেকে বেদখল হওয়া বিলবোর্ডগুলো আরেক দফা দখল হয় খালেদা জিয়ার সিলেট সফরকে স্বাগত জানিয়ে লাগানো ব্যানারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।