স্মরণকালের প্রলয়ঙ্করী টাইফুন হাইয়ানের আঘাতে ক্ষতিগ্রস্ত ফিলিপাইনে ত্রাণ এবং পুনর্গঠন কাজের জন্য বিশ্বব্যাংক প্রায় ১০০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে। দুই সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও দেশটিতে ঝড়ে মৃতের সংখ্যা এখনো বাড়ছে। গতকাল ফিলিপাইনের জাতীয় দুর্যোগ সংস্থা জানায়, ঝড়ের মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ২৩৫ জনে দাঁড়িয়েছে। এখনো ১ হাজার ৬০০ জন নিখোঁজ রয়েছেন। গৃহহীন হয়ে আছে ৪০ লাখেরও বেশি মানুষ। এর আগে বিশ্বব্যাংক তাদের সর্বোচ্চ জরুরি ঋণ ৫০ কোটি মার্কিন ডলারের ওপর ফিলিপাইনকে ৪৮ কোটি মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছিল। পরে ঋণের পরিমাণ আরও বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। ওয়েবসাইট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।