আমান্ডা রজার্স নামের এক ব্রিটিশ তরুণী নিজের পোষা কুকুর সেবাকে বিয়ে করে আলোড়ন সৃষ্টি করেছেন। গত রবিবার কুকুরের সঙ্গে নিজের বিবাহ অনুষ্ঠানটি সম্পন্ন করেন তিনি। অনুষ্ঠানে প্রায় ২০০ জন অতিথি ছিলেন। নাচ-গান আর ব্যাপক আনন্দ-উৎসবের মধ্য দিয়ে আমান্ডা ও তার কুকুর সেবাকে অভিবাদন জানানো হয়।
আমান্ডা বলেন, এক বছরেরও বেশি সময় ধরে সেবা আমার জীবনে এসেছে।
সে আমার মন ভালো রাখতো, কষ্টের সময় সান্ত্বনাও দিয়েছে। জীবনসঙ্গীর কাছে এরচেয়ে বেশিকিছু আমি আশা করি না। কিছুদিন আগে আমি হাঁটু গেড়ে বসে তাকে বিয়ের প্রস্তাব দেই। তাকে বলি, সে যদি রাজি থাকে তবে যেন লেজ নাড়ায়। আর সেবা তাই করেছে অর্থাৎ 'হ্যাঁ' বলেছে।
বিয়ের পরদিন কুকুর সেবাকে সঙ্গে নিয়ে এক টেলিভিশনের সাক্ষাৎকারে আমান্ডা এসব কথা জানান।
এই বিয়ের আগে অবশ্য মানুষের সঙ্গে ঘর সংসার করেছে আমান্ডা। কিন্তু সে সংসার ভেঙে যায়। তাই তিনি এবার কুকুরকে জীবন সঙ্গী করেই সুখী হবার স্বপ্ন দেখছেন।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।