আমাদের কথা খুঁজে নিন

   

'ওয়্যার অ্যান্ড কলোনিজ' প্রদর্শনী

মুক্তিযুদ্ধ জাদুঘর ও আলিয়ঁস ফ্রঁসেসের যৌথ আয়োজনে প্রথম বিশ্বযুদ্ধ (১৯১৪-১৮)-এর বিরল ছবি নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে শুরু হয়েছে 'ওয়্যার অ্যান্ড কলোনিজ' শীর্ষক সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। গতকাল দুপুরে প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি দূূতাবাসের ডেপুটি হাইকমিশনার কামুচেচি, জাদুঘরের ট্রাস্টি বোর্ড সদস্য সচিব জিয়াউদ্দিন তারিক আলী এবং জাদুঘরের কর্মকর্তা রফিকুল ইসলাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আরপি সাহা ও মাহবুব-উল আলমের ছবিসহ প্রদর্শনীতে মোট ৩৫টি আলোকচিত্র স্থান পেয়েছে। আগামী ১৭ মার্চ শেষ হবে সপ্তাহব্যাপী এই প্রদর্শনী।

খোন্দকার ইব্রাহিম খালেদের 'জীবন যখন যেমন' : ফেয়ার পাবলিকেশন্সের ব্যানারে প্রকাশিত হলো কচি-কাঁচার মেলার পরিচালক খোন্দকার ইব্রাহিম খালেদের গ্রন্থ 'জীবন যখন যেমন'।

গতকাল বিকালে কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড মোহাম্মদ ফরাসউদ্দিন, কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সহসভাপতি ড. রওশন আরা ফিরোজ, দিল মনোয়ারা মনু, কবি রুবী রহমান, ছড়াকার আলম তালুকদার, প্রকাশক মারুপ হোসেন প্রমুখ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, '৭১-এর মুক্তিযুদ্ধের সবকিছু নিজের হৃদয়ে লালন করে এগিয়ে যাচ্ছেন খোন্দকার ইব্রাহিম খালেদ। শহিদ কবিরের একক চিত্রকলা প্রদর্শনী : বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে আজ শুরু হচ্ছে সত্তরের দশকের শক্তিমান শিল্পী শহিদ কবিরের 'তোমার পরে ঠেকাই মাথা' শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী। আজ সন্ধ্যা ৬টায় বেঙ্গল শিল্পালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়েরের সভাপতিত্বে প্রদর্শনীর উদ্বোধনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পেনের রাষ্ট্রদূত লুই তেখাদা শাকন ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।

প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা ৫৩টি। আগামী ১ এপ্রিল শেষ হবে তিন সপ্তাহের এই প্রদর্শনী। 'রাষ্ট্রভাষা আন্দোলন ও ১১ মার্চ ১৯৪৮' শীর্ষক আলোচনা সভা : সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হলো 'রাষ্ট্রভাষা আন্দোলন ও ১১ মার্চ ১৯৪৮' শীর্ষক আলোচনা সভা। গতকাল বিকালে অনুষ্ঠিত এ আয়োজনের মুখ্য আলোচক ছিলেন ভাষা সংগ্রামী আহমদ রফিক।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন আইটিআই বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার। মূল প্রবন্ধ পাঠ করেন জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ। স্বাগত বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.