আমাদের কথা খুঁজে নিন

   

সাইবার ওয়্যার ও কিছু আশংকা

আমি লেখক খারাপ হতে পারি কিন্তু ছেলে ভাল চলছে বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধ। প্রতিদিন দুই দেশের হাজার হাজার অয়েব সাইট কাইত হয়ে পড়ছে। এই যুদ্ধ নিয়ে আমার নিজের কিছু পর্যবেক্ষ বা আশঙ্কা তুলে ধরছি। তবে আগে বলে নেই, আমি কিন্তু এই যুদ্ধের বিরুদ্ধে নই। যহেতু আমাদের সরকার আমাদের জন্যে কিছু করবে না তাই সাধারন জনগণকেই একটা কিছু করতে হবে, এবং আমি আমাদের হ্যকারদের সরবময় সাফল্য কামনা করছি।

আশঙ্কা ১ঃ বলা হচ্ছে ইন্ডিয়ার ২০০০০+ অয়েব সাইট হ্যাক হয়ে হয়েছে। ব্ল্যাক হ্যাট হ্যকারস তাদের ফেসবুক পেজ এ কিছুক্ষন পর পর হ্যাক হয়া নতুন নতুন সাইটের লিঙ্ক দিয়ে যাচ্ছে। মুশকিল হল, আমি সাথে সাথে লিঙ্কগুলোতে ক্লিক করে দেখেছি সাইটগুলো ঠিকই আছে। তেমন কোন ক্ষতি বা পরিবর্তন নজরে পড়ল না। তাহলে কি ইন্ডিয়ানরা অতিমানবিক দ্রুততায় তাদের সাইটগুলো রিকভার করে নিচ্ছে? নাকি এই সবই প্রপাগান্ডার অংশ? অশঙ্কা ২ঃ আসল যোদ্ধারা প্রোপাগান্ডা করলে সমস্যা নেই।

কিন্তু বিপত্তি হয় তখন যখন সাধারন মানুষ ও প্রপাগান্দা তৈরির দায়িত্ব তাদের হাতে তুলে নেয়। গত পরশু রাতে হঠৎ করে সামুতে পোস্ট দেখলাম সনি টিভির সাইট হ্যাকড! তারপরই পোস্ট আসল স্টার টিভির সাইট হ্যাকড!!!! আমি খুশিতে লাফিয়ে উঠলাম। কিন্তু তারপরই দেখতে পেলাম সাইটগুলো ঠিকই আছে। হয় লেখক ভালমত চেক না করেই পোস্ট করে ফেলেছেন অথবা তিনি জেনেশুনেই রিউম্যার ছরানর উদ্দেশ্যে মিথ্যে পোস্ট করেছেন যার শিকার হয়েছে কিছু নিরীহ ব্লগার। আশঙ্কা ৩ঃ সাইবার ওয়্যার নিয়ে এটাই আমার সবচে বড় আশঙ্কা।

গত পরশু রাতের মাঝামাঝি একটা সময়ে বলা হল ভারত বাংলাদেশ সাইবার ওয়্যার এখন সাইবার ওয়ার্ল্ড ওয়্যারে পরিনত হচ্ছে। ইন্দোনেশিয়া, পাকিস্তান, রাশিয়া সহ বিভিন্ন দেশ যুদ্ধে জরিয়ে পড়ছে। তারচেয়ে বড় কথা আন্যোনিমাস যুদ্ধে বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়েছে। কিন্তু পড়ে জানা গেল আদতে তেমন কিছু ঘটছে না। আন্যোনিমাস আমাদের সমর্থন দেয়নি, তাদের অল্প কিছু সদস্য বিচ্ছিন্ন ভাবে আমাদের সমর্থন করছে!! ওয়ার্ল্ড ওয়্যার ট্যায়ার সব ভুয়া!!!! আশঙ্কা ৪ঃ আমরা ভারতের ২০০০০+ সাইট ফেলে দিয়েছি।

কিন্তু লক্ষ করলে দেখা যাবে এর বেশির ভাগই আজাইরা ওয়েব সাইট। আমি আমাদের হ্যকারদের অর্জনকে খাটো করে দেখছি না, কিন্তু ভারতীয়দের ত্যক্ত বিরক্ত করা কিন্তু আমাদের যুদ্ধের লক্ষ নয়। আমাদের দরকার ভারতীয় সরকারের কাছ থেকে একটা রেসপন্স। আর গুরুত্বপূর্ণ সরকারি সাইট একেবারে ধ্বংস না করে সেটা কোন ভাবেই সম্ভব নয়। যে ধরনের ২০০০০ সাইট ধ্বংস করা হয়েছে এমন আরও ২০০০০+ সাইট ধ্বংস করলেও ভারতিয় সরকারের কোন প্রতিক্রিয়া হবে কিনা আমার সনেহ আছে।

আশঙ্কা ৫ঃ বাঙালিরা আবেগ প্রবন। অনেকেই আবেগের বশে এই যুদ্ধকে ২য় একাত্তর বলছেন। হ্যকারদের মুক্তি যোদ্ধার সাথে তুলনা দিচ্ছেন। এটা কি ঠিক হচ্ছে? আমি অবশ্যই আমাদের হ্যকারদের কর্মকাণ্ডে গর্বিত এবং তারা যে নিজের কাজ ফেলে, জেল জরিমানার ঝুকি মাথায় নিয়ে রাত দিন কাজ করে যাচ্ছেন, তাদের দেশের প্রতি এই ভালবাসায় আমি মুগ্ধ। কিন্তু মুকিযোদ্ধার সাথে তুলনা দেয়াটা কি বারাবারি নয়? অবশেষে সাইবার ওয়্যারে বাংলাদেশের সর্বময় সাফল্য কামনা করে শেষ করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.