বরিশালের মেরিন ওয়ার্কশপ মাঠ ব্যবহারের অনুমতি না পাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দুই দফা পেছানোর পরও এখন পর্যন্ত মাঠ ব্যবহারের অনুমতি কিংবা উদ্বোধনের দিনক্ষণ নির্ধারিত না হওয়ায় হতাশ মেলায় আসা ব্যবসায়ীরা। তাই অলস বসে থেকে লোকসান গুনছেন তারা।
বরিশাল নগরীর বান্দরোডের বিআইডবি্লউটির বন্ধ থাকা মেরিন ওয়ার্কশপ মাঠে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনায় মেলার উদ্বোধনের কথা ছিল ৫ মার্চ। কিন্তু মেরিন ওয়ার্কশপ মাঠ ব্যবহারের অনুমতি না নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন করার পরও ৪ মার্চ মেলার মূল প্রবেশপথের গেটে তালা ঝুলিয়ে দেয় বিআইডবি্লউটিএ কর্তৃপক্ষ। এরপর মেলার আয়োজক চেম্বার অব কমার্স মাঠ ব্যবহারের অনুমতির জন্য আবেদন করে দ্বিতীয় দফায় ১০ মার্চ মেলা উদ্বোধনের দিনক্ষণ ঘোষণা করেন। কিন্তু ঊধর্্বতন কর্তৃপক্ষ মেরিন ওয়ার্কশপ মাঠ ব্যবহারের অনুমতি না দেওয়ায় এবারও সম্ভব হয়নি।
এদিকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেলায় আসা ব্যবসায়ীরা তাদের স্টল খুলে সকাল থেকে রাত পর্যন্ত পণ্য বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।