বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাসে কিংবদন্তি দক্ষিণ আফ্রিকার প্রয়াত সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা মানবাধিকারের প্রতীক হিসেবে সমাদৃত হলেও ২০০৮ সাল পর্যন্ত তাকে সন্ত্রাসী নজরদারি তালিকায় রেখেছিল যুক্তরাষ্ট্র। পরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডবি্লউ বুশ একটি বিল সই করে ম্যান্ডেলার নাম ওই তালিকা থেকে বাদ দেন বলে জানিয়েছে 'দ্য হাফিংটন পোস্ট'।
ওই সময়কার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস সন্ত্রাসের নজরদারি তালিকায় নেলসন ম্যান্ডেলার মতো একজন মহান নেতার নাম রেখে দেওয়াটাকে 'বিব্রতকর' বলে মন্তব্য করেছিলেন। শেষ পর্যন্ত তালিকা থেকে ম্যান্ডেলার নাম বাদ দেওয়ার পর ২০০৮ সালে তৎকালীন সিনেটর জন কেরিও সন্তোষ প্রকাশ করে বলেন, আমাদের সরকারের সন্ত্রাসী নজরদারির তালিকায় তিনি নেই দেখে আশ্বস্ত হলাম।
১৯৪৮ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত বর্ণবৈষম্যের বিরুদ্ধে ম্যান্ডেলার সংগ্রামের কারণে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসকরা তার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসকে (এএনসি) একটি সন্ত্রাসী সংগঠন হিসেবেই চিহ্নিত করেছিল। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারও ১৯৮৭ সালে এএনসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবেই গণ্য করেছিলেন। এমনকি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। একই কাজ করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানও। আল জাজিরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।