আমাদের কথা খুঁজে নিন

   

মোদীর জনসভা নিয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি

নিউইয়র্কে পুলিশের হাতে হেনস্তার শিকার ভারতের ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবরাগাড়েকে নিয়ে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কে শীতলতা কাটতে না কাটতেই এবার বিজেপি নেতা নরেন্দ্র মোদীকে নিয়ে নতুন করে দুই দেশের মধ্যে বিতর্ক শুরু হয়েছে। রবিবার মুম্বাইয়ের বান্দ্রায় মুম্বাই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি (এমএমআরডিএ) ময়দানে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী মোদীর জনসভাকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। দলীয় নেতাদের দাবি, বান্দ্রার ওই ময়দানে মোদীর 'মহাগর্জন' সভায় হাজির হয়েছিল ৫ লাখেরও বেশি মানুষ। এমএমআরডিএ ময়দানের কিছু দূরেই অবস্থিত মার্কিন কনস্যুলেট কার্যালয়। আর সেখানেই আপত্তি মার্কিন কর্মকর্তাদের। তাদের বক্তব্য, বান্দ্রার এমএমআরডিএ ময়দান থেকে কয়েক শ মিটার দূরত্বে অবস্থিত মার্কিন কনস্যুলেটের দফতর। যে পরিমাণ লোক ওই জনসভায় এসেছিল, তাদের কারও তল্লাশি করা হয়নি। স্বভাবতই জনসভায় উপস্থিত থাকার নামে কোনো দুর্বৃত্ত যদি অস্ত্রশস্ত্র নিয়ে মার্কিন কনস্যুলেটে হামলা চালাত, তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। এমনকি মার্কিন কনস্যুলেটের সামনের রাস্তা বন্ধ না করে সেই রাস্তা দিয়েও মোদীর জনসভায় যাওয়ার অবাধ যাতায়াত ছিল। ফলে কনস্যুলেট কর্মকর্তাদের যাতায়াতেও অসুবিধা হয়েছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.