আমাদের কথা খুঁজে নিন

   

অতঃপর... আমাদের দেশের শিল্পীই যখন আমাদের দেশের শিল্পীদের অসম্মান করে!



এক মিউজিশিয়ানের দেখলাম স্ট্যাটাস দিছে, স্টেজে দাঁড়াইয়া আইয়ুব বাচ্চু নিজেরে এ আর রহমানের মত এক লিজেন্ডের সাথে তুলনা করার দুঃসাহস ক্যামনে দেখাইল! স্ট্যাটাসদাতা নাকি তাতে ইন্সাল্টেড ফিল করছে!



দুইদিনও হইল না মিউজিক ইন্ডাস্ট্রিতে আসছে আর স্ট্যাটাসের ছিরি দেইখা মনে হয় কোথাকার কোন এক গুণী বাল চইলা আসছে, ইন্ডিয়ান এক মোবাইল কোম্পানির কৃপায় তাগো টেলিফিল্মে দুই একটা হিট গান কইরাই 'এক্সপার্ট' মিউজিশিয়ানের ভং ধরছে। আরে মিয়া, পয়দা হইছ যাদের গান শুনতে শুনতে তাদেরকে যেভাবে আন্ডার ইস্টিমেট করলা যে তোমার সাহসের তারিফ না কইরা পারলাম না।

নিজেই যখন নিজের দেশের শিল্পীরে সম্মান দিতে শিখ নাই, তোমারে কোন বালে সম্মান দেয় দেখা যাবে। তোমাদের জন্মই হইছে ভারতের পা চাটাচাটি করার জন্য, সারা জীবন সেটাই কইরা যাইতে হবে। লাইফে আর কিছু পাও বা না পাও, মিউজিক কইরা সম্মান পাওয়া তোমার কপালে নাই।

© লিসান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।