আমাদের কথা খুঁজে নিন

   

নিরাপত্তা পরিষদে ক্রিমিয়া প্রস্তাবে ভেটো দেবে রাশিয়া

ইউক্রেনের স্বায়ত্বশাসিত অঞ্চল ক্রিমিয়ার আসন্ন গণভোটকে অবৈধ ঘোষণা করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব আনা হলে রাশিয়া তাতে ভেটো দেয়ার হুমকি দিয়েছে। জাতিসংঘের একাধিক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন সরকার গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রস্তাবের খসড়া নিরাপত্তা পরিষদের সদস্যদেশগুলোর কাছে বিলি করেছে।

 

ওই প্রস্তাবে ক্রিমিয়ার জনগণ রাশিয়ার সঙ্গে একীভূত হয়ে যাওয়ার পক্ষে ভোট দিলে তাকে স্বীকৃতি না দেয়ার জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। রবিবার এ গণভোট অনুষ্ঠিত হবে।

 

বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের এক বৈঠকের পর জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার দাবি করেন, ক্রিমিয়ায় গণভোটের সিদ্ধান্ত ‘অন্যায় ও দ্বিধাবিভক্তিমূলক’ । এতে ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘিত হবে। ওয়াশিংটনের তৈরি প্রস্তাবে ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী’ শান্তিপূর্ণভাবে ইউক্রেন সংকটের সমাধানের ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

তবে নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাসম্পন্ন দেশ রাশিয়া পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, এ প্রস্তাব মেনে নেয়া মস্কোর পক্ষে সম্ভব নয়। দেশটি বলেছে, ক্রিমিয়া ইউক্রেনের সঙ্গে থাকবে না কি রাশিয়ায় যোগ দেবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার ক্রিমিয়ার জনগণের রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.