অনেক নারী আছেন যারা প্রাকৃতিক এবং স্বাভাবিক যৌন মিলনকে ভয়ংকর ভীতিকর ও কষ্টদায়ক ব্যাপার বলে মনে করেন। এই কারণে কেউ কেউ অবিবাহিত থেকে যান কিংবা ডিভোর্স নিয়ে নেন।
কোনও কোনও নারী জীবনের প্রথম যৌনমিলনে সতীচ্ছদ ছিঁড়ে যাওয়ার পর বেশ ব্যথা পেয়ে থাকেন। এতে শারীরিকভাবে তেমন কোনো ক্ষতি না হলেও ব্যথার স্মৃতিটি তার মনে রয়ে যায়। ফলে পরবর্তীতে মিলিত হবার সময়ে এই ব্যথার ভয়ে তিনি আর অগ্রসর হতে চান না।
এই শারীরিক জটিলতাকে বলে ভ্যাজিনাসমাস। এর কারণে মিলনের সময়ে নিজে থেকেই নারীর যৌনাঙ্গ শক্ত হয়ে আসে এবং সৃষ্টি হয় ব্যাথা ও জ্বালাপোড়া।
বেশিরভাগ সময়ে নারীরা যৌনতাবিষয়ক সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যেতে ভয় পান। ফলে তারা বুঝতেও পারেন না যেকেবল শারীরিক নয়, এর পেছনে মানসিক কারণও থাকতে পারে। তারা হয়তো ছোটবেলায় নির্যাতনের শিকার হয়েছিলো অথবা পরিচিত কেউ তাদেকে বলছে মিলনে ব্যথা লাগে।
অাবার কিছু শারীরিক কারণেও এ সমস্যা হতে পারে। যৌনাঙ্গ শুকনো থাকা বা ভেতরে কোনো ইনফেকশন থাকার কারণে ব্যাথা অনুভূত হতে পারে।
সাধারণত কাউন্সিলিং-এর মাধ্যমেই এইসব সমস্যা দূর করা যায়। কোনও কোনও সময় মেডিটেশন বা যোগ ব্যায়াম করেও ফল পাওয়া যায়। এছাড়া মানসিক কারণে ব্যথা কমানোর জন্য দেওয়া হতে পারে বোটক্স ইনজেকশন যা থেকে সেই নারী বুঝতে পারেন যে মিলনের সাথে ব্যথার কোনো সম্পর্ক নেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।