নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে তিনদিন ধরে কয়েকটি লাশ ভাসছে!
শুক্রবার বিকেল থেকে ভাসমান লাশগুলো আজ নদীর তীরে চলে আসায় কুকুর টানা হেচড়া করছে। আশপাশের এলাকায় গন্ধ ছড়াচ্ছে।
ওয়ার্কাস পার্টির হাতিয়া উপজেলা শাখার সম্পাদক সুখচরের বাসিন্দা কমরেড আনোয়ার হোসেন জানান, আজ সকাল থেকে বাদশা মিয়া গ্রামের উত্তর পাশে মেঘনা নদীর তীরে একটি লাশ নিয়ে দুটি কুকুরের টানা হেচড়া তাদের চোখে পড়ে। দুপুরে গ্রামের পশ্চিম পাশের নদীতে আরো একটি লাশ দেখা যায়। এরআগে শনিবার বিকেলে চেয়ারম্যান ঘাটের পশ্চিমে মেঘনায় তিনি সহ স্থানীয় লোকজন একটি লাশ দেখেন।
আনোয়ার হোসেন এবং মধ্য চর আমানুল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিধান চন্দ্র দাস জানান, গতকাল বিকেলে বৌ বাজারের পশ্চিম পাশের মেঘনায় তিনটি লাশ ভাসছিল। খবর পেয়ে তারা সহ স্কুলের ছাত্রছাত্রীরা সেখানে জড়ো হন। সুখচর ইউনিয়নের চেয়ারম্যান ঘাট থেকে মেঘনা পার হয়ে পশ্চিম পাড়ের ঢালচর ও মৌলভীর চর থেকে প্রতিদিন গরু মহিষের দুধ আনতে যান মিরাজ গোয়াল।
তিনি জানান, গতকাল দুপুরে হরিণ বাজারের পশ্চিম পাশে মেঘনায় দুটি লাশ ভাসতে দেখেছেন তিনি। আজ বিকেল পাঁচটায় সুখচর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের জেলেদের জালে একটি লাশ আটকা পড়ে।
এ দিকে রাত ৮টায় এ রিপোর্ট লেখার পুর্বে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোঃ ফজলে রাব্বীর সাথে মুঠো ফোনে এ বিষয় জানতে চাইলে তিনি বলেন ভেসে যাওয়া লাশের কথা শুনে তার সন্ধ্যানে অফিসার পাঠিয়েছি।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।