হঠাৎ হালকা কিছু খাওয়ার ইচ্ছা হল, কর্মস্থল থেকে বের হয়ে সামনের ছোট্ট দোকানে উপস্থিত হলাম, চোখে পড়ল চমৎকার কিছু মোড়ক, “রুচি বার-বি-কিউ চানাচুর”। কিনে ফেললাম, মোড়কের গায়ে “মচমচে ও সুস্বাদু” লেখা দেখে নিজেকে সুখী ক্রেতা মনে হচ্ছিল। কর্মস্থলে ফিরে এসে খাওয়া শুরু করলাম, ফ্লেভার টা ভালই। হঠাৎ করে মনে হল পুরো পৃথিবী যেন আমার মাথায় পড়ল! সে এক এমন যন্ত্রনা - আমার উপড়-নিচের মাড়ীর দাঁত যেন চুরমার হয়ে গেল (ভাঙ্গেনি) – চোখ আর মাথার ভেতর বিদ্যুৎ চমকানোর মত অনুভূতি। মুখ থেকে বের করে আনলাম পাথর অথবা মার্বেল পাথরের টাইলস এর অংশ বিশেষ। আমার সহকর্মী কে জানালাম, সে মোড়কটি আমার হাত থেকে টান দিয়ে নিয়ে বললেন, “মিয়া একা একা খাইলে এই অবস্থাই হবে”। শুরু করলেন আবার খাওয়া। এবার উনার মুখে আগমন ঘটল “ধানের খোসা”। কি আর করা, ক্ষোভ চেপে গেলাম আর চিন্তা করলাম, আপনাদের সাথে শেয়ার করা উচিৎ। আমার প্রশ্ন হচ্ছে, “আমার দাঁতের চিকিৎসার খরচ কি "স্কয়ার কনজুমার প্রডাক্টস লিঃ" বহন করবে?”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।