স্ট্রেইটনার দিয়ে ঘন ঘন চুল স্ট্রেইট করার পার্শ্বপ্রতিক্রিয়া অনেক। চুলের আগা ফাটে ও চুল হয়ে ওঠে রুক্ষ। যা পরবর্তীতে ঠিক না হওয়ার ফলে ঝামেলায় পড়ে যান অনেকে। কিন্তু স্ট্রেইটনার ছাড়াই প্রাকৃতিক উপায়ে চুল স্ট্রেইট করা যায় তা হয়ত অনেকেই জানে না। বাসায় বসে চুলের যত্ন নেয়ার পাশাপাশি কিছু পদ্ধতি ব্যবহার করে প্রাকৃতিক উপায়ে চুল স্ট্রেইট করতে পারবেন বেশ সহজে।
দুধের ব্যবহার
প্রথমে একটি পাত্রে সমপরিমান দুধ ও পানি ভালো ভাবে মেশান। এরপর তা একটি স্প্রে বোতলে নিন। চুলের জট একটি বড় দাঁতের চিরুনি দিয়ে ছাড়িয়ে নিন। এবার এই মিশ্রণটি স্প্রে করুন পুরো চুলে। সব দিকে ভালো করে স্প্রে করে নিন।
মাঝে মাঝে চুল আঁচড়ে নিন বড় দাঁতের চিরুনি দিয়ে। ১ ঘণ্টা রাখুন। তারপর চুল ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। কন্ডিশনার লাগাবেন অবশ্যই। চুল শুকিয়ে গেলে স্ট্রেইট হয়ে যাবে।
এভাবে স্ট্রেইট করলে চুলে পরবর্তীতে পানি লাগানোর আগ পর্যন্ত চুল সোজা থাকবে। চুল যদি বেশি কোঁকড়া হয় তবে মিশ্রনে ২ টেবিল চামচ মধু দিয়ে নিন।
মুলতানি মাটির হেয়ার মাস্ক
প্রথমে পাত্রে একটি ডিম খুব ভালো করে ফেটিয়ে নিন। এরপর এতে ১ কাপ মুলতানি মাটি ও ৫ চা চামচ চালের গুড়ো দিয়ে ভালো মত মিশিয়ে একটি পেস্টের মত তৈরি করুন। চুলের জট একটি বড় দাঁতের চিরুনি দিয়ে ছাড়িয়ে নিন।
এরপর চুল আঁচড়াতে আঁচড়াতেই পেস্টটি চুলে লাগিয়ে নিন। যতটা সম্ভব চুল সোজা রাখার চেষ্টা করুন। পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত চুলে এই পেস্টটি লাগিয়ে রাখুন। এরপর পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। প্রতি ৪ দিনে ১ বার করে এই পেস্টটি চুলে লাগান।
চুল প্রাকৃতিকভাবেই স্ট্রেইট হয়ে যাবে।
অলিভ ওয়েল ও ডিমের মিশ্রণ
একটি বাটিতে ২ টি ডিম ফেটে নিন। এতে ২ চা চামচ অলিভ ওয়েল ভালো করে মিশিয়ে রাখুন। চুলের জট ছাড়িয়ে নিন। হেয়ার ব্রাশের সাহায্যে মিশ্রণটি চুলের সব দিকে ভালো মত লাগান।
পুরোপুরি শুকিয়ে গেলে। শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। এতে চুল স্ট্রেইট হবে এবং পাশাপাশি চুলের উজ্জ্বলতাও বাড়বে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।