আমাদের কথা খুঁজে নিন

   

এক হতে হবে বাংলাদেশকে

এক হতে হবে বাংলাদেশকে। বাংলাদেশের মানুষ এক হলে এবং এক সুরে কথা বললে উন্নয়নের শিখরে যাওয়াও সম্ভব হবে। ১৫ মার্চ বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে এক সাক্ষাৎকারে আধুনিক মালয়েশিয়ার রূপকার, সে দেশের সাবেক সফল প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদ বাংলাদেশের সম্ভাবনা সম্পর্কে যে দিকনির্দেশনা দিয়েছেন তা তাৎপর্যের দাবিদার। কোনো জাতি যখন ঐক্যবদ্ধ হয় তখন অসম্ভবকে সম্ভব করার প্রত্যয়ে তারা বলীয়ান হয়। বাংলাদেশ স্বাধীন জাতি হিসেবে আত্দপ্রকাশ করেছে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। একাত্তরে বাঙালিরা ঐক্যবদ্ধ হয়েছিল বলেই পাকিস্তানি হানাদাররা তাদের কাছে লজ্জাজনক পরাজয়বরণ করতে বাধ্য হয়েছিল। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল স্বাধীনতা। স্বাধীনতাকে অর্থবহ করে তোলার একমাত্র পথ হলো একটি উন্নত ও স্বনির্ভর জাতি হিসেবে আত্দপ্রকাশ করা। সে লড়াই মুক্তিযুদ্ধের চেয়ে কোনো ছোট লড়াই নয়। এ লড়াইয়ের ক্ষেত্রেও জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের উন্নয়নের চাকা সচল রাখার স্বার্থে ক্ষুদ্র রাজনৈতিক মতপার্থক্যকে যেমন পরিহার করতে হবে তেমন ব্যক্তিগত ঈর্ষাবোধকে বিসর্জন দিতে হবে। রাজনৈতিক সহিংসতার ভুল পথকে এড়িয়ে যেতে হবে। মালয়েশিয়া উন্নয়নের ক্ষেত্রে একাট্টা হতে পেরেছে বলেই ঈর্ষণীয় সাফল্যের মুখ দেখেছে। মালয়েশিয়ার উন্নয়ন পশ্চিমাদের কাছেও একটি বিস্ময়। ধর্ম ও ভাষার ক্ষেত্রে বিভক্তি থাকা সত্ত্বেও মালয়েশিয়া যদি ঐক্যবদ্ধ হতে পারে তবে জাতিরাষ্ট্র বাংলাদেশের মানুষ কেন পারবে না? যে দেশের জনগোষ্ঠীর মধ্যে বিভেদের উপাদান দুনিয়ার যে কোনো দেশের চেয়ে কম, সে দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকা উচিত নয়। এ ক্ষেত্রে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি। রাজপথের বদলে সংসদকে রাজনীতির কেন্দ্রস্থলে পরিণত করতে হবে। রাজনৈতিক দলগুলোকে সব ক্ষেত্রে দায়িত্বশীল হয়ে উঠতে হবে। মালয়েশিয়ার উন্নতি সম্ভব হয়েছে সে দেশের নাগরিকদের ঐক্যবদ্ধ ভূমিকার কারণে। সে দেশের সাধারণ মানুষের কৃতিত্বেই মালয়েশিয়া মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। এ জন্য যে জাদু কাজ করেছে তা হলো সাধারণ মানুষের ঐক্য। বাংলাদেশের মানুষকেও একই পথ ধরতে হবে। সর্বক্ষেত্রে জাতীয় উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান উন্নয়নের ক্ষেত্রে বাড়তি সুবিধা বলে বিবেচিত হতে পারে। এ সুবিধা কাজে লাগাতে হলেও চাই ঐক্যবদ্ধ প্রয়াস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.