আমাদের কথা খুঁজে নিন

   

গাজীপুরে জাতির পিতার জন্মদিন পালন অনুষ্ঠù

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্যই আমরা বাংলাদেশ পেয়েছি, সংবিধান পেয়েছি। জাতির পিতা বিষয়টি সংবিধানসম্মত। তা মেনে নিতে কোনো পক্ষেরই আপত্তি থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন বর্ষীয়ান আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক।

তিনি গতকাল সকালে গাজীপুরের কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শাহজাহান, বেলায়েত হোসেন বাবু। এর আগে কলেজের ছাত্র-শিক্ষক ও অতিথিরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়। এ ছাড়া স্থানীয় ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শারীরিক কসরত প্রদর্শন করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.