আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, জামায়াত নিষিদ্ধের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। গতকাল ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তার সঙ্গে ছিলেন। জামায়াত নিষিদ্ধের ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্তে আসবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা রাজনৈতিক সিদ্ধান্ত, আর যখন হবে তখন আপনাদের জানানো হবে। আশরাফুল ইসলাম বলেন, আজ (বুধবার) দেশের মানুষ একসঙ্গে সোনার বাংলা গেয়ে বিশ্বরেকর্ড গড়বে। বাংলাদেশের ইতিহাস রেকর্ড গড়ার ইতিহাস। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতির জনকের নেতৃত্বে দেশের স্বাধীনতা এসেছে। তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক উন্নয়নের মডেল হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। বর্তমান সরকার সে লক্ষ্য নিয়েই কাজ করছে। যেখানে সন্ত্রাস, জঙ্গিবাদ, হানাহানি থাকবে না।
বাংলাদেশ হবে বিশ্বের একটি উন্নত দেশ। এ জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।