ঁজামায়াত ও বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছে। নিজস্ব প্রতিবেদকদের পাঠানো খবর_
চট্টগ্রাম : চট্টগ্রামে সাম্প্রদায়িকতাবিরোধী গণসম্মিলনে জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির রাজনীতিও নিষিদ্ধের দাবি তুলেছেন বিশিষ্ট গবেষক, শিক্ষাবিদ, কলামিস্ট অধ্যাপক মুনতাসীর মামুন। গতকাল বিকালে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদের আহ্বায়ক প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসম্মিলনের উদ্বোধন করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. অনুপম সেন। আলোচনায় অংশ নেন টেলিভিশন ব্যক্তিত্ব সাংবাদিক আবেদ খান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক ডা. মাহফুজুর রহমান ও এ কে এম নাসিমুল কামাল, পেশাজীবী সমন্বয় পরিষদ ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতি, চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক সৈয়দ লকিতুল্লাহ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী প্রমুখ।
রংপুর : মানবতাবিরোধী অপরাধের দায়ে কাদের মোল্লার ফাঁসির দণ্ড কার্যকর করার পর দেশব্যাপী জামায়াত-শিবিরের নাশকতা প্রতিরোধ এবং দলটির রাজনীতি নিষিদ্ধের দাবিতে আওয়ামী লীগ, গণজাগরণ মঞ্চ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাসদ, ওয়ার্কার্স পার্টি, বাসদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সিপিবি প্রতিদিনই নগরীতে বিক্ষোভ সমাবেশ করছে। বিক্ষোভ চলছে উপজেলা শহরগুলোতেও। ওই দাবিতে আজ বিকাল ৩টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ হলরুমে মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন সমাবেশের আয়োজন করেছে।
সিলেট : 'গণজাগরণ দিচ্ছে ডাক, পাকিস্তান নিপাত যাক', 'পাকিস্তানের প্রেতাত্দা, পাকিস্তান ফিরে যা'- এমন নানা স্লোগানে গতকাল বিকালে প্রকম্পিত হয়ে ওঠে সিলেট নগরীর রাজপথ। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও ইমরান এইচ সরকারসহ গণজাগরণ মঞ্চের সংগঠকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে গতকাল নগরীতে বিক্ষোভ মিছিল করে গণজাগরণ মঞ্চ সিলেট। প্রজন্ম চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রজন্ম চত্বরে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।