আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি তরিকতের

সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ তরিকত ফেডারেশন। অন্যথায় ঈদের পর কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে দলটি। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তরিকতের চেয়ারম্যান আলহাজ নজিবুল বশর মাইজভাণ্ডারী সরকারের উদ্দেশে এ কথা বলেন। লিখিত বক্তব্য পাঠ করেন দলের মহাসচিব এম এ আউয়াল।

'জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই' আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে নজিবুল বশর বলেন, 'জামায়াতকে নিষিদ্ধ করার দাবি ১৬ কোটি মানুষের প্রাণের দাবি। নিষিদ্ধ না হলে জামায়াতের ভোট আওয়ামী লীগের বাঙ্ েপড়বে না। তিনি বলেন, আমাদের দায়ের করা রিটে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছে। আমরা মাঠে আছি, দলটির রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত মাঠেই থাকব। লিখিত বক্তব্যে এম এ আউয়াল বলেন, দ্রুত জামায়াতকে নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং তাদের অর্থনৈতিক উৎসগুলো চিহ্নিত করে রাষ্ট্রীয়করণ করতে হবে। এ সময় সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.