কিশোরগঞ্জে চাচার হাতে ভাতিজা ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী খুন হয়েছেন। যশোরে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
কিশোরগঞ্জ : করিমগঞ্জ উপজেলার ভাটিয়া জহিরকোণা গ্রামে পারিবারিক কলহের জের ধরে চাচার হাতে খুন হয়েছে ভাতিজা। এ ঘটনায় নূরুল আমীন, জুমেনা ও মাজহারুল নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ভাটিয়া জহিরকোণা গ্রামের তাইজুল ইসলামের সঙ্গে সৎ ভাই নূরুল আমীনের পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল দুপুরে নূরুল তাইজুলের ছেলে ইবাদকে ছুরিকাঘাত করে হত্যা করে। শ্রীমঙ্গল : শ্রীমঙ্গলে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী আবদুল ওয়াহীদ নিহত হয়েছেন। ওয়াহীদ উপজেলার সিন্ধুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রামের আব্দুল গনির ছেলে। পুলিশ জানায়, কুঞ্জবন গ্রামের আঙ্গুর মিয়া সকালে ওয়াহীদকে কোদাল দিয়ে কুপিয়ে জখম করে। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যান। যশোর : সদর উপজেলার পাগলাদহ গ্রামে শনিবার সন্ধ্যায় আক্তারুজ্জামান চুন্নু নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। চুন্নু ওই গ্রামের শাহজাহান আলীর ছেলে। সিদ্ধিরগঞ্জ : উপজেলার আইয়ুব নগরে গতকাল যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।
হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকা থেকে জাকির হোসেন মোল্লা (৩০) নামে এক কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা ৪টায় সুরমা চা বাগানের ১ নম্বর সেকশন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত জাকির হোসেন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা সদরের তেবাড়িয়া হাজী আব্দুল আলী লেন এলাকার হাজী গোলাম মোল্লার ছেলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।