উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্যায়ে সিরাজগঞ্জের সদর, কাজিপুর, রায়গঞ্জ ও উল্লাপাড়ায় বিএনপি- জামায়াত শেষ পর্যন্ত সমঝোতা করতে না পারায় দুটি উপজেলায় পরাজিত হতে হয়েছে বিএনপি-জামায়াতকে। কাজিপুরে আ.লীগের দুর্গ হওয়ায় সেখানে জামায়াত প্রার্থী দিতে সাহস পায়নি। কাজিপুরে বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও আ.লীগ সমর্থিত প্রার্থী মোজাম্মেল হক বকুল সরকার বিপুল ভোটে জয়লাভ করেছেন। রায়গঞ্জে বিএনপি-জামায়াত পৃথক প্রার্থী দিলেও বিএনপি প্রার্থী ভিপি আইনুল হক জয়ী হয়েছেন। সদর ও উল্লাপাড়ায় জামায়াত-বিএনপি মিলে একক প্রার্থী দিলে হয়তো বিএনপি দুটিতেই জয়ী হতে পারত সবাই মনে করছেন। কিন্তু সদরে আ.লীগ প্রার্থী রিয়াজ উদ্দিন জয়লাভ করেছেন। উল্লাপাড়ায় দুটি কেন্দ্র বাদে আ.লীগ প্রার্থী মারুফ-বিন-হাবিব ৮৬ হাজার ৬৬৭ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির অ্যাড. শামসুল হক মাত্র ২ হাজার ৬৯১ ভোটে মারুফ থেকে পিছিয়ে রয়েছেন। এ উপজেলায় জামায়াতের জাহিদ হোসাইন পেয়েছেন ২৫ হাজার ৫৯৭ ভোট। জালিয়াতি ও ব্যালোট বাঙ্ েআগুন দেওয়ার কারণে উল্লাপাড়া আকবর আলী কলেজ ও নলসন্ধ্যা উচ্চ বিদ্যালয় দুটি কেন্দ্রের নির্বাচন স্থগিত রয়েছে। আর কেন্দ্র দুটিতে ৭ হাজার ২৮৬ জন ভোটার রয়েছে। সিরাজগঞ্জ সদরে জামায়াত সমর্থিত প্রার্থী শহিদুল ইসলাম পেয়েছেন ৩০ হাজার ৪৩৮ ভোট এবং বিএনপি সমর্থিত প্রার্থী মজিবুর রহমান লেবু ৭৩ হাজার ৮৭০ ভোট পেয়েছেন আর আওয়ামী লীগের প্রার্থী রিয়াজ উদ্দিন ৯৩১০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জামায়াতের ভোট যোগ হলে সদর ও উল্লাপাড়ায় বিএনপির নিশ্চিত জয় ছিল, কিন্তু তা হয়নি। ঐকমত্য না হওয়ায় ১৯ দলের বড় ধরনের ক্ষতি হয়েছে। আর এ নিয়ে জামায়াত-বিএনপি একে অপরকে এখন দুষছেন। আবার অনেকেই বলছেন নির্বাচনে জামায়াতই বিএনপির কাল হয়ে দাঁড়িয়েছে। তবে উল্লাপাড়ায় এখনও সুযোগ রয়েছে বলে জানান অনেকেই। যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএনপি নেতা এরশাদুর রহমান নিরু বলেন, নির্বাচনের আগে জামায়াতের আচরণ ছিল একেবারেই রহস্যজনক। যে কারণে তারা তাদের সঙ্গে ঐক্য হতে পারেনি। অপরদিকে, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শাহিনুর আলম জানান, শেষ মুহূর্তে বিএনপি শুধু সদর উপজেলার জন্য সমঝোতার প্রস্তাব দিলেও আমরা রাজি হইনি। হামলা-মামলা ও গ্রেফতারের ভয়ে আমাদের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মাঠে নামতে না পারায় আমরা কাঙ্ক্ষিত জয় হাতে পাইনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।