আমাদের কথা খুঁজে নিন

   

আফগানিস্তানের সাথে বাংলাদেশ দল জিতলেও দলে বড় ধরনের পরিবর্তন আনা দরকার

একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...

গতো ম্যাচে আমরা জিতেছি, আর সেজন্যই হয়তো উইনিং কম্বিনেশন ভাঙা হবে না। কিন্তু গতো ম্যাচের দলটাকে কি সেরা একাদশ বলা যায়? আমি কিন্তু মানতে নারাজ। খেলা শুরুর আগে গতো ম্যাচের একাদশ দেখে আমারতো ভ্রু কুচকে গিয়েছিলো।



আমার সেরা একাদশটা আমি দিচ্ছি এখানে:
১. তামিম ইকবাল
২. এনামুল হক বিজয়
৩. মমিনুল হক
৪. সাকিব আল হাসান
৫. মুশফিক
৬. নাসির
৭. শামসুর রহমান
৮. ফরহাদ রেজা
৯. মাশরাফি বিন মর্তুজা
১০. সোহাগ গাজী
১১. আব্দুর রাজ্জাক

-------------------------------------------------------------------
-------------------------------------------------------------------

এই দলটা নিয়ে একটু বলি..
এই দলটা স্পিন নির্ভর একটি দল। দলে দু'জন পেসার, মাশরাফি এবং ফরহাদ রেজা।

একজন অতিরিক্ত পেসার নেয়ার কোনো মানে হয়না! দলে রয়েছে তিনজন স্পোশালিস্ট স্পিনার: সাকিব, রাজ্জাক এবং গাজী.. গাজী অবশ্যই রিয়াদের চেয়ে ভালো বলার। যদিও শেষ ম্যাচে রিয়াদ ৪ ওভার বল করে ৮ রান দিয়েছে, মুশফিক রিয়াদকে যখন যখন বল হাতে দিয়েছে ওটা রিয়াদ না হয়ে অন্য কেউ হলেও আমার বিশ্বাস এর আশেপাশেই রানটা থাকতো।

পার্টটাইম স্পিনার হিসেবে মমিনুল অথবা নাসিরও খারাপ অপশন না!

এই দলের চমক হচ্ছে সাত নম্বর পজিশনে শামসুর রহমান। শামসুর রহমানের মতো হার্ড হিটারকে দলে রাখটা অত্যন্ত জরুরী। বিশ্বাস করেন আর নাই করেন, গতো ম্যাচের দল নিয়ে বড় দলের বিপক্ষে জয় পাওয়াটা খুবই কঠিন হবে।

কোনোনা কোনো একদিনে যদি সাকিব, তামিম, মুশফিক, বিজয় খারাপ খেলে তবে দ্রুত রান তোলার দায়িত্বটা কে নিবে? মাহমুদুল্লাহ রিয়াদ?

অপ্রাসঙ্গিক একটা কথা বলি,
টি টোয়েন্টিতে সাত নম্বর পজিশনে জিয়া একেবারে পারফেক্ট একজন ব্যাটসম্যান। ওকে দিয়ে ২০ বলে ২০ রানের আশা আমি করি না, ও ৬ বলে ২০ করলেই সেটা হবে সাত নম্বর পজিশনে নামা ব্যাটসম্যানের কাজ। যাই হোক, জিয়া হয়েতো তার নামের কারণে দলে আসতে পারছে না! তার নামটা জিয়াউর রহমান না হয়ে অন্য কিছু হলে ভালো হতো। কি হলে ভালো হতো বলুন তো....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.