আমাদের কথা খুঁজে নিন

   

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে আবাসিক ভবনসহ ৩টি ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে ছাই

লক্ষ্মীপুরে গ্যাসের রাইজার থেকে আগুনের সুত্রপাত হয়ে ৩য় তলা বিশিষ্ট 'সৌদিয়া মোল্লা হাউজ' নামে একটি আবাসিক ভবন ও ৩টি ব্যবসায়িক প্রতিষ্ঠান মালামালসহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। পৌর শহরের বাঞ্ছানগর হাসপাতাল রোডে আজ বুধবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ও দমকল বাহিনী সূত্র জানায়, 'সৌদিয়া মোল্লা হাউজ' নামের আবাসিক ভবনের সামনে সড়কের ওপরে গ্যাসের রাইজারে বিস্ফোরণের পর রহস্যজনকভাবে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ওই ভবন থেকে আগুন ছড়িয়ে পড়ে ইউছুফ মোল্লার মালিকানাধীন লন্ড্রি, ইলেকট্রিক ও মুদি দোকানে। এসময় ব্যবসায়িক প্রতিষ্ঠান, ভবনের মালামাল, দুটি মোটরসাইকেল পুড়ে গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.