আমাদের কথা খুঁজে নিন

   

পাইলটের মুছে দেওয়া ফাইল উদ্ধারের চেষ্টা

নিখোঁজ বিমানের প্রধান চালকের হোম ফ্লাইট সিমুলেটর থেকে গত মাসেই ডিলিট করা হয়েছিল প্রোগ্রামের ফাইল। এখন সেই ফাইলই উদ্ধারের চেষ্টা করছেন তদন্তকারীরা। বুধবার এমনই জানিয়েছেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী। সেই ফাইলটি বিমান নিখোঁজের তদন্তে কিছুটা আলোকপাত করতে পারে বলে ধারণা মালয়েশিয়া সরকারের।

 

একটি সাংবাদিক বৈঠকে হিশামুদ্দিন হুসেন জানিয়েছেন যে, যতক্ষণ বিমানচালকের ভুল কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে না, ততক্ষণ তাকে নির্দোষ মনে করা হবে।

তিনি জানিয়েছেন, চালক ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহর পরিবারের লোকেরাও তদন্তে সহযোগিতা করছেন।

৩ ফেব্রুয়ারি হোম ফ্লাইট সিমুলেটর থেকে প্রোগ্রামের রেকর্ড সম্বলিত ফাইল ডিলিট করা হয়। সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন, মালয়েশিয়ান পুলিশ প্রধান খালিদ আবু।

 

গত ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেজিং যাওয়ার সময়ে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ ৩৭০ নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের সঠিক কারণ জানাতে পারেনি মালয়েশিয়া সরকার।

তবে তাদের হাতে যে প্রমাণ এসেছে, তা খতিয়ে দেখে কর্তৃপক্ষের ধারণা, বিমানটিকে ইচ্ছাকৃত ভাবে মালয়েশিয়া থেকে মালাক্কা প্রণালীর দিকে ঘুরিয়ে দেওয়া হয়। কিন্তু তার পর কী হয়েছে, তা তারা জানেন না।

 

স্যাটালাইটে বিমানটির যে শেষ দুর্বল সংকেত ধরা পড়েছে তাতে এর অবস্থান সম্পর্কে কিছুটা ধারণা করা গিয়েছে। একটি অঞ্চলে দু'টি বৃহৎ আর্ক চিহ্নিত করা গিয়েছে। মধ্য এশিয়ার কাজাকস্থান থেকে ভারত মহাসাগরের দক্ষিণাংশ পর্যন্ত এই আর্কটি বিস্তৃত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.