আমাদের কথা খুঁজে নিন

   

একটি ভিন্নধর্মী প্রয়াসের গল্প

কত প্রতীক্ষা গেল হলো না সূর্যোদয়

এই ছবিটি একটি পাবলিক লাইব্রেরীর। লালমনিরহাট জেলার এক প্রত্যন্ত উপজেলায় বৃটিশ কাউন্সিলের আদলে গড়া এই 'শিশু শিক্ষার্থী কেন্দ্রে' শিশু কিশোরদের বিকাশের জন্য সৃজনশীলতা, মনন, নৈতিকতা, শৃংখলাবোধ সহ মানবিকতা বিকাশের যাবতীয় বিষয় শিক্ষাদান করা হচ্ছে এখানে। এখানকার বিজ্ঞানমনষ্ক উপজেলা নির্বাহী নির্বাহী অফিসারের সরাসরি তত্বাবধানে পরিচালিত এই দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ কোর্সে গুরুত্ব সহকারে শেখানো হচ্ছে ইংরেজী বলা, লেখা ও শোনা। এজন্য বিশ্ববিখ্যাত ইংরেজী সিনেমা ও ডকুমেন্টরী মাল্টিমিডিয়া প্রজেক্টর দিয়ে দেখানো হচ্ছে সপ্তাহে একদিন করে। ফলাফল চোখে পড়ার মত। আমরা বড়রা যত দ্রুত ইংরেজী বলতে পারি ওরা তারচে' গড়গড় করে ইংরেজী বলতে পারে আর আমাদের বড়দের চেয়ে ওদের নৈতিকতা সৃজনশীলতার মানটাও বেশ উচু।‌ সংস্কার বোধহয় এভাবেই সম্ভব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.