মেঘ ভাসে আকাশে, দিঘীতে হাঁস,
মনে ভাসে যাতনা, কখনও ভাসে সুখ।
পথিক আমি, পথে হাঁটি----
কোথায় যাতনা থাকে ! কোথায় থাকে সুখ !
ভাবিনি কখনও, হেঁটেছি শুধু পৃথিবীর পরে।
হেঁটে চলেছি হয় তো পাথরের গড়া মানব হয়ে ----
দিনে দিনে, মাসে, বছর ধরে বা যুগান্তর !!
যাতনা মেঘ হয়ে কখনও যদি মনে ভাসে,
সুখ যদি মনে হাঁসের মত দিঘীতে ভাসে।
তখন হয় তো একদিন আমিও মানুষ হতে পারতাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।