আমাদের কথা খুঁজে নিন

   

একজন মুমূর্ষ নারীর জন্য পরামর্শ প্রয়োজন-



পরিবারের ছোট বড় সমস্যা, ভুল-ত্রুটি কে কেন্দ্র করে একজন মুমূর্ষ নারীর প্রতি তার অত্যাচারী, অহংকারী এবং ত্রাস সৃষ্টিকা্রী স্বামী মানসিক চাপ তৈরি করছে, ভয়-ভীতি ও মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং অসম্ভব রকমের নোংরা ভাষা ব্যবহার করে তার মনকে অসুস্থ করে তুলছে। এই মুহূর্তে এই মুমূর্ষ নারীর কোন ধরনের পদক্ষেপ নেওয়া উচিৎ?

১. তার কি পুলিশের কাছে যাওয়া উচিৎ? (পুলিশ নাকি তার স্বামীকে কিছুই করতে পারার ক্ষমতা রাখেনা। প্রশাসন এবং সন্ত্রাস তার হাতের মুঠোয় থাকে। )
২. তার কি উকিলের কাছে যাওয়া উচিৎ?
৩. তার কি ডিভোর্স করা উচিৎ? (ডিভোর্স করলে তাকে নানাভাবে অশান্তিতে রাখা হবে বলে বলা হয়ে থাকে। )
৪. তার কি মরে যাওয়াই উচিৎ? (তার কারনে তার বাবা/মা/ভাইকে নিয়মিত হুমকি শুনতে হয়।

মুমূর্ষ নারী তাদেরকে এ থেকে মুক্তি দিতে চায়। )
৫. তার কি মানবাধিকার সংস্থার কাছে যাওয়া উচিৎ? (মানবাধিকার সংস্থা কোন ধরনের সহায়তা দেয় সে জানেনা। )

কেউ যদি এই মুমূর্ষ নারীকে পরামর্শ দিয়ে একটি তাৎক্ষণিক সমাধান দিতে পারেন। হয়ত এ যাত্রায় সে বেঁচে যেতে পারে। তার মৃত্যুর পরে তো আর পরামর্শ দিয়ে লাভ নেই।



[বি.দ্র. এ বিষয়ে আমার জ্ঞান খুবই সীমিত। তাই আপনাদের সরণাপন্ন করা হলো বিষয়টি। আপনাদের যেকোন গ্রহনযোগ্য পরামর্শ আমি সহীহ সালামতে মুমূর্ষ নারীর কাছে পৌছে দেব। সবাইকে ধন্যবাদ ও সালাম। ]


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.