আমাদের কথা খুঁজে নিন

   

বেড়ায় জামায়াত নেতাদের গণপদত্যাগ

বেড়া উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতের আমির-সেক্রেটারিসহ ১৮৬ নেতা-কর্মী একযোগে পদত্যাগ করেছেন। উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ডা. আবদুল বাসেত খানকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়ার প্রতিবাদে গণপদত্যাগ করেন তারা।

শুক্রবার সন্ধ্যায় বেড়া উপজেলা জামায়াতের এক জরুরি বৈঠকে এ পদত্যাগের সিদ্ধান্ত হয়। পদত্যাগের বিষয়টি কেন্দ্রীয় জামায়াতকে জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানায় দলীয় সূত্র।

বেড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আতাউর রহমান জানান, আগামী ৩১ মার্চ পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনে বেড়া উপজেলা জামায়াতের আমির ডা. আবদুল বাসেত খান জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কিন্তু শুক্রবার দুপুরে জেলা জামায়াতের আমির ফোনে আবদুল বাসেতকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বিএনপি-সমর্থিত প্রার্থী পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকিরের পক্ষে নির্বাচন করার নির্দেশ দেন। এতে ক্ষুব্ধ হন জামায়াতের নেতা-কর্মীরা।

এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে বেড়া আলহেরানগরে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আমির ডা. আবদুল বাসেত খানের বাসভবনে উপজেলা জামায়াতের এক জরুরি বৈঠক হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে বেড়া উপজেলা আমির ডা. আবদুল বাসেত খান, সেক্রেটারি আতাউর রহমান, পৌর জামায়াতের আমির জামাল উদ্দিন, সেক্রেটারি জাহাঙ্গীর আলম সেলিম এবং নয়টি ইউনিয়ন জামায়াতের আমির-সেক্রেটারিসহ মোট ১৮৬ জন নেতা-কর্মী একযোগে পদত্যাগ করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.