আমাদের কথা খুঁজে নিন

   

প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়েছে সরকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, চলতি অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির (জিডিপি প্রবৃদ্ধি) লক্ষ্যমাত্রা কমিয়ে ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে এনেছে সরকার। বাজেটে এ লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭ দশমিক ২ শতাংশ। দশম সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক সংঘাতের কারণেই এই পদক্ষেপ নিতে হয়েছে।

আজ সোমবার অর্থমন্ত্রী সংসদে বলেন, এ কথা সত্য যে, বিগত তিন মাসের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতির কারণে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ অর্জন করা সম্ভব না। তিনি বলেন, তবে তিন মাসের হরতাল-অবরোধ সত্ত্বেও দেশের সামষ্ঠিক অর্থনৈতিক সূচকসমূহের ছয় মাসের (ডিসেম্বর ২০১৩ পর‌্যন্ত) গতি-প্রকৃতি বিশ্লেষণ করে এ অর্থবছরে প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৫ শতাংশের কাছাকাছি হবে মর্মে আমরা আশাবাদী।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.