যারা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর সাথে জড়িত আছেন তারা একবার হলেও পড়বেন আগামীর কথা চিন্তা করে । আমরা হাউকাউ শুরু করেছি বাংলাদেশীদের জন্য কি কি সুবিধা নাই?
১। পেপ্যাল নাই।
২। গুগল প্লেতে পেইড এ্যাপ রিলিজের অপশন নাই।
৩। ক্লিকব্যাংকের সাইনআপ অপশন নাই।
৪। ইবে, এ্যামাজনে মার্চেন্ট সাইনআপ নাই।
৫।
ইন্টারন্যাশনাল পেমেন্টের অপশন নাই।
হ্যাঁ পেপালের জন্য আমিও নিজেই অনেকদিন আগে থেকে বিভিন্ন ব্লগ, সোশ্যাল মিডিয়া ও রাজপথে নেমেও হাউকাউ করেছি ।
কিন্তু ফলাফল সোনার হরিণের মত ধরা দেয় আবার দেয়না ।
এর মূল কারন আমরা নিজেরাই তার কিছু উদাহরণ আপনাদের দেখাচ্ছি , Sajedul Haque ভাই ও আমরা মিলে পেওনিয়ারের মাধ্যমে পেপাল ভেরিফাই করা ও বাংলাদেশ থেকে পেপালের টাকা তোলার একটা টিপস আমরা সকলের কাছে পৌঁছে দেই ।
কিন্তু আমরা বাংলাদেশীরা কোন কিছু পেলে তা স্প্যামিং এর পর্যায়ে নিয়ে যাই , আর সেটাই আমাদের জন্য কাল হয়ে দারায় ।
ব্লগের পোষ্টে আমরা স্পষ্ট ভাবে লিখি দেই প্রয়োজন না থাকলে খামখা কার্ড এপ্লাই করবেন না ।
কিন্তু দেখুন আমার একার রেফারেই ৫৪০ টার মত কার্ড এপ্রোভ হয়েছে , সাজেদুল ভাইয়ের রেফারের পরিমান প্রায় সমান ।
কিন্তু আশ্চর্যের ব্যাপার হল , ৫৪০ টা কার্ডের মধ্যে রিচার্জ করা হয়েছে মাত্র ২০ টা , অথচ কার্ড একটিভ করার ১৮০ দিনের মধ্যে লোড না করলে সেই কার্ড বাতিল হয়ে যায় ।
সেখানে ৫২০ টা কার্ড অকেজো রয়েছে ,
তাহলে একবার চিন্তা করে আমরা স্প্যামিংকে কোন পর্যায়ে নিয়ে গেছি , এভাবে চলতে থাকলে বাংলাদেশীদের জন্যও ভারতের মত নিষিদ্ধ করবে না তার কোন গ্যারান্টি নাই ।
অথচ দেখুন পেওনিয়ার আমাদের কত সুবিধা দিচ্ছেঃ
১, ফ্রি মাস্টার কার্ড
২, দেশে বসেই আমেরিকান ব্যাংক Account পাওয়ার সুযোগ
৩, বিশ্বের যে কোন বুথ থেকে টাকা তোলার সুবিধা
৪, বাংলাদেশী যে কোন ব্যাংকে টাকা উইথড্র দেবার সুবিধা
৫, রেফারের মাধ্যমে উপার্জনের সুবিধা
তাই যারা পেওনিয়ার কার্ড এনেছেন আগামী দিনের কথা ভেবে ও দেশের সুনাম রক্ষার কথা ভেবে ও পেওনিয়ার কে বাংলাদেশে টিকিয়ে রাখতে আপনার কার্ডটি একটিভ করুন ও লোড দিন ।
ভবিষ্যতে যেন বলতে না হয় আমাদের দেশে পেওনিয়ার পেমেন্ট সুবিধা নাই ।
পেওনিয়ার মাস্টার কার্ড সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমি ফেসবুকে এখানে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।