আমাদের কথা খুঁজে নিন

   

ইংল্যান্ডের কাছে মেয়েদের শোচনীয় হার

১৩৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেটে ৫৮ রান করে বাংলাদেশ।  
তবে 'ফেভারিট' ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পেছনে ছোটা নয়, বরং ব্যাট করতে নেমে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড এড়ানোর চেষ্টাতেই ব্যস্ত ছিল বাংলাদেশের মেয়েরা।
এক সময় ৩২ রানে ৭ উইকেটে হারিয়ে ফেলে বাংলাদেশ। তবে দশ নম্বরে ব্যাট করতে নামা ফাহিমা খাতুনের অপরাজিত ১৬ রানের সুবাদে লজ্জা এড়ায় তারা।
লজ্জার রেকর্ডটি তাই শ্রীলঙ্কারই থেকে গেল।

২০১২ এশিয়া কাপে চীনের গুয়াংজুতে বাংলাদেশের করা ৬২ রানের জবাবে খেলতে নেমে মাত্র ৫৭ রানে অলআউট হয়েছিল লঙ্কার মেয়েরা।
তবে ঐ ম্যাচে করা রানটাই ছিল বাংলাদেশের আগের সর্বনিম্ন ইনিংস। সেটা অবশ্য এড়াতে পারেননি সালমারা।
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া বাংলাদেশের এটা টানা দ্বিতীয় হার। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩৬ রানে হেরেছিল বাংলাদেশ।


শুক্রবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে ফাহিমা ছাড়া বাংলাদেশের আর মাত্র দুজনই দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন। ১০ রান করে করেন আয়েশা রহমান ও লতা মন্ডল।
বাংলাদেশকে অল্প রানে গুড়িয়ে দিতে ইংল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নেন ড্যানিয়েল হ্যাজেল ও নাতালি সিভার।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ডকেও শুরুতে রানের জন্য লড়াই করতে হয়। ১০.৩ ওভারে ৪৯ রানে ইংল্যান্ডের ৩ উইকেট তুলে নিয়ে প্রথম আসরের চ্যাম্পিয়নদের ভালোই বেধে রেখেছিল বাংলাদেশ।


তবে অধিনায়ক শার্লট এডওয়ার্ডসের দারুণ ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৩৭ রান করে ইংল্যান্ড। ১৯তম ওভারের শেষ বলে সালমার দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ৮০ রান করেন এডওয়ার্ডস। ১১টি চারের সাহায্যে ৬৯ বলে এই রান করেন তিনি।
২০ রানে সারাহ টেইলরকে (৭) ফিরিয়ে দিয়ে প্রথম আঘাত হানেন বাংলাদেশের অধিনায়ক অফস্পিনার সালমা খাতুন। দলীয় ৪৩ রানে আরেক অফস্পিনার খাদিজা তুল কুবরার ঘূর্ণিতে স্ট্যাম্পিং হয়ে যান ট্যামি বিউমন্ট (২)।

  আর লেগস্পিনার রুমানা আহমেদের বলে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হন লিডিয়া গ্রিনওয়ে।
কিন্তু শেষদিকে আর ইংল্যান্ডের মেয়েদের আটকে রাখতে পারেনি তারা। নাতালি সিভারের (২০) সঙ্গে জুটি বেধে স্কোর বোর্ডে ৩৯ বলে ৫০ রান যোগ করেন এডওয়ার্ডস। আর হিদার নাইটের সঙ্গে জুটি বেধে ১২ বলে ২৩ রান করেন তিনি।
৯ বলে ২টি চারের সাহায্যে ১৮ রান করে অপরাজিত ছিলেন নাইট।


সালমা ছাড়াও দুটি উইকেট পেয়েছেন খাদিজা।
 

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.