বিরোধী দলের হাতে কোন ইস্যু নেই, সরকার ও চলমান লুটপাট আড়ল করতে চায়। বর্তমান বিরোধী দল অনেক বছর ক্ষমতায় ছিলো কিছুই করেন নাই গরীব মানুষের জন্য। বর্তমান সরকার গরীব মানুষের জন্য সামান্য কিছু করেছেন,যেমন স্কুল জাতীয়করণ,শিক্ষকের মর্যাদা বৃদ্ধি। বিরোধী দলের আমলে গরীব মানুষ যেমন বস্তি ফুটপাত আর গ্রামের জীর্ণ শীর্ণ ঘরে অমানবেতর জীবন যাপন করতো তেমনি বর্তমান সরকারের আমলে ও মানুষ বস্তি ফুটপাত আর গ্রামের জীর্ণ শীর্ণ ঘরে অমানবেতর জীবন যাপন করছে। সরকারী দল এবং বিরোধী দল সকল সময় লুটপাট আর রাজনৈতিক অসততা আড়লের জন্য ভিন্ন ভিন্ন প্রসংগে তর্কের আয়োজন করে।
স্বাধীনতার ৪৪বছর পরে এসে আজ ও তর্ক করছেন কে ঘোষক ছিলেন কে প্রথম রাষ্ট্রপতি ছিলেন। আমাদের জনগন এবং আমাদের শাষক গোষ্ঠীর মধ্যে মুল পার্থক্য এখানে। জনগন চায় সদ্য জন্ম নেয়া শিশু থেকে ১৮ বছর অর্থাৎ উচ্চমাধ্যমিক পর্যন্ত সকল শিশুকে এবং ৬০ উর্দ্ধো সকল বৃদ্ধ বৃদ্ধাদের সম ব্যয়ে সমান সমান শিক্ষা স্বাস্থ্য নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা করবে রাষ্ট্র । বিএনপি আওয়ামীলীগ জামাত জাতীয় পাটি চায় আমেরিকা ভারতের হাতে পায়ে ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এবং রাষ্ট্রীয় সম্পদ আইন করে সাদা বনিয়ে ব্যক্তিগত সম্পদের পাহাড় গড়বে সর্ব্বোচ্চ ভোগ বিলাসের মাধ্যমে আমেরিকা ভারতের ভোগবিলাসের বাজারকে প্রসারিত করবে। আর জনগন কম খেয়ে ভাংগাঘরে শুয়ে ধৈর্য্যরে পরীক্ষা দেবে পরকালের আসায়।
পিতা মাতা সন্তানের স্নেহ মমতার সম্পর্ক সম্পদ কেন্দ্রিক নিষ্ঠুরতায় পরিণত হয়েছে অধর্মই ধর্ম আর সত্যিকার ধর্মকে নাস্তিক আর সন্ত্রাসবাদের অপবাদ দেওয়া হচ্ছে আমেরিকা ভারতের পৃষ্টপোষকতায়। সময় আর প্রযুক্তির প্রক্রিয়ায় আজকের বিএনপি আওয়ামীলীগ জামাত জাতীয় পার্টি সবই ঘষেটি বেগম আর মীরজাফর আলী ইংরেজদের অংকুরিত পরমপরা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।