রংপুরে পুরুষ ও মহিলাদের জন্য আন্তর্জাতিকমানের পৃথক দুটি স্টেডিয়াম এবং একটি সুইমিং পুল নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি।
শুক্রবার রাতে রংপুর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া এসব প্রতিশ্রুতি অগ্রাধিকারভিত্তিতে বাস্তবায়ন প্রক্রিয়া শেষ পর্যায়ে। ২০১১ সালের জানুয়ারিতে রংপুরের জনসভায় শেখ হাসিনা খেলাধুলার মান বৃদ্ধির জন্য রংপুরে আন্তর্জাতিকমানের পৃথক দুটি স্টেডিয়াম ও একটি সুইমিং পুল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিভাগীয় কমিশনারের প্রতিনিধি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সাধারণ) নারায়ণ চন্দ্র বর্মা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি দেলোয়ার তালুকদার, সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক আনোয়ারুল ইসলাম, সদস্য তৌহিদুর রহমান টুটুল, নুর শাহীন ইসলাম লাল প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।