আমাদের কথা খুঁজে নিন

   

ক্লাসরুম !!!!

...একটা ক্লাসরুম আর একটা রাষ্ট্রের মধ্যে অনেক মিল আছে। রাষ্ট্রে বিভিন্ন ক্যাটাগরির লোক থাকে যেমন ধনী-গরীব,রাজনতিক–অরাজনৈতিক,সুশীল,ভবঘুরে,সবজান্তা,বিজ্ঞানী,সুপারস্টার আরও কত কি!!!!

...প্রথম দিককার কথা,যখন ক্লাস শুরু হইলো তখন মনে মনে ভাবতাম ইঞ্জিনিয়ারিং পড়তে আইলাম,সবাই মনে হয় কাঠ-খোট্টা স্বভাবের। সবাই একই রকম হবে হয়তো। কিন্তু আস্তে-আস্তে ভ্যারিয়েশন দেখতে পাইতেছি। এখনও দেখেই চলেছি।

এখানেও আছে সবজান্তা, সুশীল, রাজনীতি সচেতন ব্যক্তি, বিজ্ঞানী আর সুপারস্টার। আমি অবশ্য এগুলানের ভিত্রে নাই। আমার ক্যাটাগরি,আমজনতা ক্যাটাগরি। কেডায় কি কইলো এইডা মন দিয়া শুনি। গল্প শেষে একটা আকর্ণ বিস্তৃত হাসি দেই।

কই ‘হ বন্ধু ঠিকই কইছস’!!! বাধ্য জনগণের মতন। গণতন্ত্র বলে একটা কথা আছেনা!!! তয় এক নায়কতন্ত্র তখনই চালু হয়ে যায় যখন ক্লাসে স্যার ঢুকেন।

...সকালে ক্লাসে যাবেন,দেখবেন দুই বন্ধু ক্লাসের এক চিপায় বসে গতকাল দেশে ঘটে যাওয়া কোন ঘটনার সুক্ষ বিশ্লেষণ চালিয়ে যাচ্ছে। আরেক চিপায় যাবেন দেখবেন হিন্দী সিনেমা নিয়ে কেউ ব্যাপক রিভিও দিচ্ছে। সিনেমার গল্পের মধ্যে রিক্রিয়েশনের ব্যবস্থাও আছে।

মাঝে মাঝে দুই লাইন গানও শুনিয়ে দিবে “...ও বেবি ডল মে সোনে দী...”

...আরেক ক্যাটাগরি আছে এরা চরম ধুরন্দর স্বভাবের। একনায়কতন্ত্র জারি থাকলে মানে ক্লাসে স্যার থাকলেও দেখবেন এরা গল্প চালিয়ে যেতে ব্যাপক পটু। এই অবস্থায়ও যে গল্প করা যায় কেউ না দেখলে বিশ্বাস করবেনা। ইনারা লুকিয়ে গল্প করাকে মোটামুটি শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন। রাষ্ট্রের কূটনীতিবিদদের সাথে ইনাদের ব্যাপক মিল খুঁজে পাওয়া যায়।



...ধুরন্দর ক্যাটাগরি ২. ইনারা অতি কৌশলী। ক্লাসে স্যার থাকা স্বত্বেও দেখবেন কৌশল খাটিয়ে ক্লাস থেকে বেরিয়ে আসবে। আবার ক্লাসে ঢুকতেও সেইরকম পারদর্শী। কোন কাক-পক্ষী ও টের পাবেনা। শুধুমাত্র সেই বুঝতে পারবে যার পাশে গিয়ে বসবে।

ইনাদের সাথে গুপ্তচরদের অনেক মিল খুঁজে পাওয়া যায়। আমি শিওর বারেক ভাই মানে বারাক ওবামাও টাস্কি খেয়ে যাবেন এদের নৈপুণ্যে।

...ক্লাস নিয়ে আজ অনেক কথা হল। অবশ্য তার কারণও আছে। অনেকদিন পর ক্লাস শুরু হল।

খুবই মিস করতেছিলাম সমাজ সচেতন এই সকল বন্ধুদেরকে,তাদের গল্পকে...।

এই ক্লাস রুমই হয়তো একটা ছোট্ট রাষ্ট্র..একটা ছোট্ট বাংলাদেশ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.