আমাদের কথা খুঁজে নিন

   

রিমান্ডে থাকা লাপাত্তা হওয়া আসামীর স্ত্রী গ্রেফতার

মাদারীপুরে রিমান্ডে থাকা আসামী লাপাত্তা হওয়ার ঘটনায় আসামীর স্ত্রীকে গ্রেফতার করেছে মাদারীপুর সদর থানা পুলিশ। গতকাল সোমবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

পুলিশ সুত্রে জানা গেছে, ৩ দিনের রিমান্ডে থাকা আকাশ বৈড়াগী নামে এক আসামী রবিবার রাতে লাপাত্তা হয়। এই ঘটনায় আসামীকে পালাতে সাহায্য করা এবং মোটরসাইকেল চুরিসহ বিভিন্ন অপরাধমুলক কাজে স্বামীকে সহায়তা করার অভিযোগে তার স্ত্রী মুক্তা বৈড়াগীকে গতকাল গভীর রাতে মাদারীপুর শহরের ইটেপুল এলাকার এক সাবেক চেয়ারম্যানের বাড়ি থেকে গ্রেফতার করেছে । ওই আসামীর বাড়ি  গোপলগঞ্জ জেলার জলিরপাড় গ্রামে।

এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে গতকাল ওসিসহ তিন পুলিশকে ক্লোজ করা হয়েছে।

গত ২৮ মার্চ মাদারীপুর শহরের ইটেরপুল এলাকাবাসী মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্যকে ধরে পুলিশে দেয়। এ সময় তাদের কাছ থেকে মোটরসাইকেল চুরির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়। এর মধ্যে ওই চোরদলের দলের মূল হোতা আকাশ বৈরাগীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হয়। আদালত থেকে রবিবার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

মাদারীপুরের পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পলাতক আসামী ধরতে পুলিশি অভিযান অব্যহত রয়েছে। মোটরসাইকেল চুরিসহ বিভিন্ন অপরাধে আকাশকে সহায়তা করার অভিযোগে তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১ এক বছরে মাদারীপুর থেকে ২ শতাধিক মোটরসাইকেল চুরি হয়েছে। এখনও পর্যন্ত এই চোরচক্র ছাড়া কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।



সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।