এই গল্পটার একটা দৃশ্য যখন আমি কল্পনা করি তখন আমি খুব হাসি
হিমু একটা বকুলতলায় গোল গোল ঘুরছিল তার পিছনে টাইগার ও ঘুরছিল(টাইগার একটা কুকুরের নাম)
আরো কিছু জায়গায় ভালো লেগেছিল
১ হিমুর খালুদের চ্যানেল আইতে liveদেখাচ্ছিল
তারা একটা কুকুরের হাতে জিম্মি।চ্যানেল আইয়ের রিপোর্টার রিপোর্ট
করছিল তার মাঝে শুরু হল বিজ্ঞাপন সবই ছিল আবুল হায়াতের বিজ্ঞাপন
হিমু মনে মনে বলল "আজ বোধহয় আবুল হায়াত দিবস।
তাই সব আবুল হায়াতের বিজ্ঞাপন"
২ টাইগারকে লাক্স সাবান দিয়ে গোসল করানো হচ্ছে
(লাক্স সুন্দরীরা কিছু মনে করবেন না)
৩ হিমুকে যখন শুট করা হবে তখন সে আয়না মজিদকে বলে যে
আয়না মজিদ তার প্রথম খুন করে তার বোনকে। তার সাথে কুকুরও ছিল
যা দেখতে পুরা টাইগারের মত।
কিন্তু শেষে হিমুকে বেশি আধাত্নিক দেখানো হইছে
যেটা ভালো লাগে নি।
কারন হিমুকে সবসময়ই একজন সাধারন মানুষ হিসেবে দেখানো হয়।
অথচ এখানে হিমু যা বলছে তাই হচ্ছে।
যাই হোক এটা আমার মতামত, আপনাদেরটা জানতে চাচ্ছি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।