আমাদের কথা খুঁজে নিন

   

প্রথা মেনেই শেষ কথা, ভুল শুধরালো মালয়েশিয়া

২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রু সদস্য নিয়ে নিখোঁজ হয়ে যাওয়া বিমানের অন্তর্ধান রহস্যে নতুন মাত্রা যোগ হয়েছে। মালয়েশিয়া প্রশাসন এখন বলছেন, শেষবার এটিসির সঙ্গে ওই বিমানের ককপিট থেকে যে বার্তা বিনিময় হয় তা ছিল গুড নাইট মালয়েশিয়ান থ্রি সেভেন জিরো। দেশটির যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, শেষ কথাগুলো বিমানের পাইলট না কো-পাইলট বলেছিলেন, সে ব্যাপারে অনুসন্ধান চালানো হচ্ছে।

৮ মার্চ  বিমানটি নিখোঁজ হওয়ার চারদিন পর অর্থাৎ ১২ মার্চ চীনে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত বিমানের যাত্রীদের পরিজনদের জানিয়েছিলেন, ওই বিমানের ককপিট থেকে শেষ কথাটি বলেন কো-পাইলট। আর সেটি হল, 'অল রাইট, গুড নাইট।

' প্রথা ভেঙে সহচালক কেন এমন কথা বললেন, তা নিয়ে শুরু হয়েছিল নানা জল্পনা। এরপর বিমান অন্তর্ধানের পিছনে দায়ী করা হয় পাইলট ও কো-পাইলটকে।

কিন্তু এখন মালয়েশিয়া প্রশাসনের নতুন বক্তব্য পাইলট ও কো-পাইলটের পরিবারকে স্বস্তি দেবে। কারণ প্রথা মেনেই শেষ কথাটি বলেছিলেন এমএইচ ৩৭০ বিমানের পাইলট বা কো-পাইলট। বিমান অন্তর্ধান নিয়ে দেশটির সরকারের ওপর এমনিতেই ক্ষুব্ধ চীনের বাসিন্দারা।

কারণ ওই বিমানে অধিকাংশ যাত্রীই ছিলেন চীনের। তাদের দাবি, মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ বিমানটির তল্লাশি সম্পর্কে তেমন কোনও তথ্য দেওয়া হচ্ছে না।  

সোর্স: http://www.bd-pratidin.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.