আমাদের কথা খুঁজে নিন

   

জীবনটা একটা GIFT…

অনুমতি ব্যতিত কপি পেস্ট মারলে মাইরা ভূত বানাই হালামু… আমার মাথায় সমস্যা থাকতে পারে… “একটু অন্যরকম” না হতে পারি, হওয়ার চেষ্টা করতে তো দোষ নাই. শীতে জবুথবু অবস্থা, এই কম্বলের নিচে থেকেও…বাইরে তাই কি অবস্থা তা আনদাজ করতে পারছি। অবশ্য অনুভব করতে পারছি না, মানুষগুলো তবু রাত কাটাবে রাস্তায়, এখানে সেখানে, অনেকগুলো সত্তা একটা সত্তার মত হয়ে… আমাদের সংঙ্গা আসলে যে কি আমি বুঝতে পারি না, মনে হয় অনেকটা Program মত… এই Programএর তাহলে অবশ্যই একজন Master Programmer আছে বা থাকতে পারে…আমি জানি না… সময়টা অল্প, খুব বেশী অল্প, অবশ্য “কোটি বছর” দিলেও তা অল্পই থেকে যেত… আমরা কি আসলেই কোটি বছরের “সত্তা” নই? তাহলে নিজের প্রজাতি টিকিয়ে রাখার এত বাসনা কেন? অথবা এসব সবই অর্থহীন, “পায়রা খোপের নীতিমালা” অনুযায়ী পরে গেছে, পরে গেছি…যাচ্ছে…যাবে…… আসলে আমার মনে হয় না “miracle” কোন বিষয়, এইটা শুধু এমন একটা “নিয়ম” যা আমরা নিয়ম হিসেবে দেখি না… আমরা কি জানি, “Gravitional Force” এর Base কি? Quantum Mechanics হোক আর Normal Mechanicsই হোক, আমরা কেও এটার কারন জানি না… তাহলে তো এই “নিয়ম” অজানার উপর দারানো!!!! আমি কিচ্ছু জানি না!! Programএ এর বেশী জানার Function নাই… এভাবে দেখি আর ওভাবেই দেখি “জীবনটা সত্যিই একটা GIFT”……

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।