আমাদের কথা খুঁজে নিন

   

পল্লী সঞ্চয় ব্যাংকের বিল সংসদে

সোমবার বিশেষায়িত ব্যাংক হিসেবে ‘পল্লী সঞ্চয় ব্যাংক বিল-২০১৪’ সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল আবদুল মুহিত। পরে এটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে অর্থমন্ত্রী সংসদে জানান, ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এ ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে।
তিনি বলেন, “উক্ত কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপদান এবং তাদের সঞ্চয় ও অর্জিত অর্থ লেন-দেন ও রক্ষাবেক্ষণের জন্য পল্লী সঞ্চয় ব্যাংক নামে একটি বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠা এবং আনুষাঙ্গিক বিষয়াদি সম্পর্কে আইন ও বিধান প্রণয়ন করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। ”



খসড়া আইনে, ব্যাংকের অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা রাখার প্রস্তাব করা হয়েছে।

একই সঙ্গে পরিশোধিত মূলধন ২শ’ কোটি টাকা রাখা হয়েছে।
পরিশোধিত মূলধনের ৫১ শতাংশ দেবে সরকার। ৪৯ শতাংশ দেবে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের অধীনে গঠিত সমিতি।
প্রস্তাবিত আইনে, ব্যাংকের পরিচালনা বোর্ডে ১৬জন পরিচালক রাখার বিধান রাখা হয়েছে।
ব্যাংকটি প্রতিষ্ঠা হলে দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন মুহিত।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।