লা ডেসিমা জয়ের স্বপ্নে বিভোর রিয়াল মাদ্রিদ। হোসে মরিনহো রোনালদোদের দিয়ে গড়ে তুলেছেন অজেয় এক দল। কিন্তু একি হলো! সেমিফাইনালেই থেমে যেতে হলো রিয়াল মাদ্রিদকে! প্রথম লেগে ৪-১ গোলে নিজেদের মাঠে উড়িয়ে দিয়েছিল ডর্টমুন্ড। দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ২-০ গোলে জিতেও ফাইনাল নিশ্চিত করতে পারেননি রোনালদোরা। আজ সান্তিয়াগো বার্নাব্যুতে সেই ডর্টমুন্ডের মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। হোসে মরিনহো নেই, তবে রোনালদোদের মন থেকে প্রতিশোধ স্পৃহা একটুও কমার কথা নয়। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আজ মাঠে নামছে প্যারিস সেইন্ট জার্মেইন এবং চেলসিও। রিয়াল মাদ্রিদ এবং বুরুসিয়া ডর্টমুন্ডের অনেক কিছুই বদলে গেছে। দুর্দান্ত সব জয়ে এগিয়ে চলেছে রিয়াল মাদ্রিদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।