আমাদের কথা খুঁজে নিন

   

বরিশালে স্কুলের জমিতে দলীয় কার্যালয় সিলেö

বরিশালে প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে শ্রমিক লীগের কার্যালয় ও ভাড়া দেওয়ার জন্য কাঠের ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। আওয়ামী লীগ নেতা, সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল আবেদীন নগরীর রাজ্জাক স্মৃতি কলোনির (কেডিসি বস্তি) বাস্তুহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে শ্রমিক লীগের পাকা ভবনের অফিস এবং ভাড়া দেওয়ার জন্য কাঠের ঘর নির্মাণ করছেন। একসময়ের ভয়ঙ্কর সন্ত্রাসী ও বিভিন্ন দল ঘুরে মহাজোট সরকারের নেতা বনে যাওয়া জয়নাল ওরফে হাতুড়ি জয়নালের বিরুদ্ধে টুঁশব্দ করার সাহস পাচ্ছে না কেউ। এর আগেও তিনি রাজ্জাক কলোনিসংলগ্ন বিএডিসির সরকারি জমি দখল করে কাউন্সিলর কার্যালয় নির্মাণের চেষ্টা করে ব্যর্থ হন। বাস্তুহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা বেগম জানান, জেলা পরিষদ থেকে বহু বছর আগে ওই জমি স্কুলের নামে লিখে দেওয়া হয়। স্থানীয় ভূমিদস্যুদের দখলবাজির কারণে জমি ক্রমেই সংকুচিত হয়ে আসছে। কাউন্সিলর জয়নাল আবেদীন এর নেপথ্যে থাকায় ভয়ে কিছু বলতে পারছেন না। বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা সরেজমিন তদন্ত শেষে প্রতিবেদন দেবেন। এদিকে, সিলেটের কোম্পানীগঞ্জে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে প্রভাবশালীরা গড়ে তুলছেন ব্যবসা প্রতিষ্ঠান। স্কুলের জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান, পাথরের মজুদাগার, এমনকি গরুর হাটও বসিয়েছেন তারা। জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার জালিয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় কোটি টাকার ভূমি দখল করে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এলাকার প্রভাবশালী আবদুল আউয়াল। তিনি ওই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য থাকাবস্থায় স্কুলের জায়গা দখল করেন। সরকার দলের কয়েকজন নেতার সঙ্গে সুসম্পর্ক থাকায় তার বিরুদ্ধে কথা বলার সাহস দেখায়নি কেউ। পরে ঊধর্্বতন কর্তৃপক্ষের কাছে উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে স্কুল পরিচালনা কমিটি থেকে বাদ দেওয়া হলেও জায়গা দখলমুক্ত হয়নি। আবদুল আউয়াল স্কুলের জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের পাশাপাশি ওই জায়গায় পাথর মজুদেরও ব্যবসা করছেন। সম্প্রতি তিনি ওই জায়গায় গরুর হাটও বসাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া ভোলাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ভবনের মধ্যে একটি দখল করে কিন্ডারগার্টেন স্কুল স্থাপন করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন। দীর্ঘ দিন থেকে তিনি ওই ভবনটি দখল করে রাখলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। এদিকে, দুটি স্কুলের জায়গা ও ভবন দখলমুক্ত করতে উপজেলা সমন্বয় সভায় একাধিকবার সিদ্ধান্ত হলেও রহস্যজনক কারণে তা বাস্তবায়ন হচ্ছে না। কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, স্কুলের জায়গা ও ভবন দখল নিয়ে কথা বলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালীদের চক্ষুশূলে পরিণত হয়েছেন তিনি। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আসিফ বিন ইকরাম বলেন, শীঘ্রই উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি সম্পত্তি দখলমুক্ত করা হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.